পূর্ব জেরুসালেমের পার্শ্ববর্তী শেখ জাররাহ এলাকার ফিলিস্তিনি পরিবারগুলো ইসরাইলের অন্যায় প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। এ অন্যায় প্রস্তাবের মাধ্যমে একটি ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারী সংস্থার সাথে ফিলিস্তিনি পরিবারগুলোর চুক্তি হতো। এ চুক্তির ফলে শেখ জাররাহর এসব বাড়ির ওপর অস্থায়ী মালিকানা পেত ওই ফিলিস্তিনি পরিবারগুলো। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

পুরনো জেরুসালেম শহরের পার্শ্ববর্তী শেখ জাররাহ এলাকার চার ফিলিস্তিনি পরিবার ওই ইসরাইলি প্রস্তাব প্রত্যাখ্যান করার বিষয়ে বলেছে, আমরা মনে করি যে আমাদের অবস্থান ন্যায়সঙ্গত। এছাড়া এসব বাড়ি-ঘর ও জন্মভূমির ওপর আমাদের অধিকার আছে।

তারা বলেন, কোনো অন্যায় প্রস্তাবের কাছে আত্মসমর্পনের চেয়ে আমরা ফিলিস্তিনের সড়কগুলোর ওপর বেশি নির্ভরশীল। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের দুরাবস্থার বিষয়ে সচেতন হবে।

ইসরাইল অধিকৃত পূর্ব জেরুসালেম ও পশ্চিম তীর অঞ্চলে শেখ জাররাহ ইস্যুটি দীর্ঘ দিন ধরে একটি উত্তেজনার উৎস হিসেবে কাজ করছে। এ ফিলিস্তিনি অঞ্চলগুলোতে হওয়া সঙ্ঘাতের ফলে ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে ১১ দিনের ভয়াবহ যুদ্ধের সূচনা হয়।

সূত্র : আল-জাজিরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে