লন্ডনঃ বিলেতের বাংলা সংবাদপত্র অঙ্গনে অত্যন্ত সুপরিচিত মুখ আব্দুল আহাদ । অধুনালুপ্ত সাপ্তাহিক ইউরো বাংলা ও সাপ্তাহিক নতুন দিন ও অন্যান্য সাপ্তাহিকীর সার্কুলেশন ম্যানেজার ছিলেন দীর্ঘদিন। এরপর সাপ্তাহিক দেশ পত্রিকায় কাজ করেছেন টানা প্রায় পাঁচ বছর। বৃটেনের প্রাচিনতম ক্যারম ক্লাব সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউ’কের একজন নিয়মিত প্লেয়ার, খুবই অমায়িক, বন্ধুবৎসল ও হাস্যোজ্জল একজন মানুষ।
তিনি কোভিড-আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাঁর আশু সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই। মহান প্রতিপালক তাঁকে যেন সুস্থ করে তুলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে