Site icon ইউরোবাংলা

আফগান হাসপাতালে হামলা : নিহতদের মধ্যে রয়েছেন সিনিয়র তালেবান কমান্ডারও

আফগানিস্তানের একটি হাসপাতালে হামলায় নিহত যোদ্ধাদের মধ্যে কাবুলে দায়িত্ব পালন করা তালেবান সামরিক বাহিনীর কমান্ডার হামদুল্লাহ মোখলিস রয়েছেন। সেখানে ইসলামিক স্টেট গ্রুপের হামলার জবাবে তার যোদ্ধারা পাল্টা অভিযান শুরু করলে তিনি প্রাণ হারান। বুধবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

 

কট্টরপন্থী হাক্কানি নেটওয়ার্কের সদস্য এবং বিশেষ বাহিনী বদরি সৈন্যদলের কর্মকর্তা মোখলিস হচ্ছেন তালেবান কাবুল দখল করে নেয়ার পর নিহত হওয়া সবচেয়ে সিনিয়র কর্মকর্তা।

সূত্র : বাসস

Exit mobile version