বাড়ি বিজ্ঞান ও প্রযুক্তি মুখাবয়ব পরিচয় পদ্ধতি সরাচ্ছে ফেসবুক

মুখাবয়ব পরিচয় পদ্ধতি সরাচ্ছে ফেসবুক

79
0

মুখাবয়ব পরিচয়ের পদ্ধতি (ফেসিয়াল রিকগনিশন সিস্টেম) তুলে নেওয়ার কথা ঘোষণা করল ফেসবুক। এক বিবৃতি জারি করে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) সহ-সভাপতি জেরোম পেসেন্টি বুধবার জানিয়েছেন, এ বার থেকে ফেসবুক আর স্বয়ংক্রিয় ভাবে গ্রাহকদের মুখাবয়ব এবং ভিডিয়ো চিহ্নিত করবে না।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই স্বয়ংক্রিয় পদ্ধতি তুলে দেওয়ার ফলে একশো কোটিরও বেশি গ্রাহকের মুখাবয়ব পরিচিতির ব্যক্তিগত টেমপ্লেটও সরিয়ে দেওয়া হবে। ফলে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা।

শুধু মুখাবয়ব পরিচিতি পদ্ধতিই নয়, ফেসবুকের এই সিদ্ধান্তের ফলে অটোমেটিক অল্ট টেক্সট (এএটি) পদ্ধতিও প্রভাবিত হবে। এই পদ্ধতির মাধ্যমে দৃষ্টিহীন ব্যক্তিরা কোনও ছবি সম্পর্কে ধারণা করতে পারেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে