২৫ আষাঢ়, ১৪৩২, ৯ জুলাই, ২০২৫, ১৩ মহর্‌রম, ১৪৪৭

জবাবদিহিতা নেই বলেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি: মির্জা ফখরুল

জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নির্বাচিত নয় বলেই সংসদ কিংবা জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় না। তাই যা ইচ্ছা তাই করছে সরকার। নিজেদের পকেট ভারি করার জন্য, ব্যবসা করার জন্য সব জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে। জ্বালানি তেলের দামও বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মোটর শ্রমিক সংগঠনের দেওয়া কর্মসূচির সমর্থন দেন মির্জা ফখরুল।

সরকারের আশ্রয়ে দলীয় নেতাদের ইঙ্গিত করে তিনি বলেন, জ্বালানি তেল, গ্যাস এসব কারা আমদানি করে। এতে সব ধরনের দ্রব্যমূল্য বেড়ে যাবে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ সরকার বিবর্তনমূলক, দমনমূলক আচরণ করছে।

বিএনপি মনে করে এতে দেশের সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় জেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম, ওবায়দুল্লাহ মাসুদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুনঃ  বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জানুয়ারি-মার্চ ২০২৫: এইচআরএসএস-এর ত্রৈমাসিক প্রতিবেদন

মহাবিশ্বের ‘মৃত্যুর দিন’ জানিয়ে দিলেন বিজ্ঞানীরা — পৃথিবীর জন্য সময় যেন এখন উল্টো দিকে চলছে

সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাহায্যে লন্ডনে বিশেষ সভা অনুষ্ঠিত

আমরা কি ভুল মহাবিশ্বে আছি ?

জানুয়ারি-জুন ২০২৫: সাইবার সহিংসতার উদ্বেগজনক চিত্র প্রকাশ, দ্রুত পদক্ষেপের আহ্বান সিএসডব্লিউসি’র

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন পোর্টসমাউথের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নির্ধারিত সময়ের আগেই ইরান থেকে চার মিলিয়ন আফগানকে দ্রুত বিতাড়ন

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: ২০২৫ সালের প্রথম ছয় মাসে উদ্বেগজনক চিত্র

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসীদের সমস্যা ও সমাধান নিয়ে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত