ত্রিপুরার সাম্প্রদায়িক উত্তেজনা পর্যালোচনা করতে ত্রিপুরা সফরকারী  সুপ্রিম কোর্টের (এসসি) আইনজীবী এবং মানবাধিকার কর্মীদের একটি দল,  বলেছে যে রাজ্যের চলমান  সহিংসতা “মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে” ।  এসসি অ্যাডভোকেট এবং মানবাধিকার কর্মী – এহতেশাম হাশমি, অমিত শ্রীবাস্তব, আনসার ইন্দোরি এবং মুকেশ সম্প্রতি ত্রিপুরা সফর করেন  এবং মঙ্গলবার রাজ্যে সহিংসতার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন ।

আইনজীবীদের দলটি দাবি করেছে যে বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার যথাযথ পদক্ষেপ নিতে এবং সহিংসতা ছড়িয়ে পড়া রোধ করতে যথেষ্ট সক্রিয় ছিল না। “এই ঘটনার চার দিন আগে, মুসলিম সংগঠন জামাত-ই-উলামা (হিন্দ) মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দেখা করে তাকে জানিয়েছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘাতের  আশঙ্কা  রয়েছে। তা সত্ত্বেও, সরকারের  কোনও পদক্ষেপ না নেওয়া এই সহিংসতাকে পৃষ্ঠপোষকতার সমতুল্য,” । সফরকারী দলটি তাদের প্রতিবেদনে একথা উল্লেখ করেছে। এসসি আইনজীবীদের প্রকাশিত প্রতিবেদনে , বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণের মতো গোষ্ঠীগুলির কথিত  প্রতিবাদ সমাবেশের সময় রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত 12টি মসজিদ, নয়টি দোকান এবং তিনটি বাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। এসসি আইনজীবী এহতেশাম হাশমি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে  দেয়া সাক্ষাতকারে বলেন, “বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার প্রতিবাদে ত্রিপুরার ৫১টি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভের পর শুরু হয় সহিংসতা। আমাদের সামনে যে সত্যটি প্রকাশিত হয়েছে তা প্রাথমিকভাবে ইঙ্গিত দেয় যে সরকার যদি সময়মতো যথাযথ পদক্ষেপ গ্রহণ করত, তবে ঘটনাটি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করত না “।

সূত্রঃ গ্রেট বাংলা টুডে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে