Indian Border Security Force (BSF) personnel keep a vigil near India-Bangladesh fencing border during a patrol ahead of India's 70th Republic Day celebration at Lankamura village, on the outskirts of Agartala, the capital of northeastern state of Tripura on January 24, 2019. - 31 stranded Rohingya refugees were detained on January 22 in Tripura, where members of the stateless group had been stuck in no-man’s land on the India-Bangladesh border. (Photo by Arindam DEY / AFP)

বুধবার বিকেলে কানাইঘাটের ডোনা সীমান্তে এই ঘটনা ঘটে

সিলেটের কানাইঘাট সীমন্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (৩ নভেম্বর) বিকেলে কানাইঘাটের ডোনা সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আসকর আলী (২৫) এবং একই গ্রামের আরিফ হোসেন (২২)।

নিহতদের স্বজনরা জানান, মঙ্গলবার (২ নভেম্বর) বিকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যাওয়ার পর আর বাড়িতে ফেরেননি তারা।

সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার নজরুল ইসলাম জানান, দুইজন নিহতের বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। সীমান্তের চোরাই পথ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের গুলিতে তারা নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে