৫ আষাঢ়, ১৪৩২, ১৯ জুন, ২০২৫, ২২ জিলহজ, ১৪৪৬

মুসলিম বলে কলকাতায় বাড়ি ভাড়া পাচ্ছেন না চিকিৎসক

চিকিৎসক। কত মানুষের প্রাণ বাঁচিয়েছেন। পশ্চিমবঙ্গেরই সন্তান তিনি। অথচ কলকাতার গোটা সল্টলেক চত্বরে একটি ঘরও থাকার জন্য ভাড়া পাচ্ছেন না তিনি। ঘর খুঁজতে গিয়ে অপমানিত হতে হচ্ছে ডা: কবিউল হককে। নাম শোনার পর বাড়ির মালিক বলছেন, ‘পদবি হক? মানে মুসলিম? আমাদের এখানে ঘর হবে না।’বিধাননগরের বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা: কবিউল হক অত্যন্ত মর্মাহত। টানা এক মাস ধরে সল্টলেক সেক্টর থ্রি এলাকায় বাড়ি খুঁজতে খুঁজতে হাল ছেড়ে দিয়েছেন তিনি।কবিউল হক বলছেন, ‘বাড়ি খোঁজার অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। সল্টলেকে নাকি প্রগতিশীল মানুষের বাস। কিন্তু বাস্তবে দেখলাম হক পদবিটাই মুখ্য বিচার্য।’ডা: কবিউল হকের জন্ম, শৈশব, বেড়ে ওঠা এ রাজ্যের মুর্শিদাবাদে। স্কুল, মেডিক্যাল কলেজে পড়াশোনার পরে চিকিৎসক হিসেবে পেশাগত জীবন শুরু এই বাংলাতেই। তবু মাথা গোঁজার জন্য খাস কলকাতা শহরে তিনি ভাড়ার ঘর পাচ্ছেন না। কারণ? চিকিৎসক বলছেন, ‘আমি সংখ্যালঘু তাই।’অন্ধকার কাটিয়ে আলোয় ফেরার উৎসব দীপাবলি। সেই দিনেও এমন খবরে বিস্মিত বুদ্ধিজীবীরা। শিক্ষাবিদ, সমাজবিদ মীরাতুন নাহার প্রশ্ন তুলেছেন, ‘কালীপূজায় আমরা মোমবাতি, প্রদীপ দিয়ে বাড়ি সাজিয়ে আলোকিত করছি। সে আলোয় ঘরের অন্ধকার কাটলেও মনের অন্ধকার কাটছে কি?’ তিনি বলেন, ‘এই ঘটনাই প্রমাণ দিচ্ছে, এই সময়েও মানুষের ভিতরের আলোয় টান পড়ে যাচ্ছে।’লেখিকা সমাজবিদ বোলান গঙ্গোপাধ্যায় বলেন, ‘এমন ঘটনা শুনে চমকে যাওয়ার কিছু নেই। হিংসার চোরাস্রোত দীর্ঘদিন ধরেই বহমান। যে কারণে মুসলিম বস্তিতে দু-একজন খ্রিস্টান পাওয়া গেলেও হিন্দু ধর্মাবলম্বী মানুষ মেলে না। প্রতিদিনই কলকাতা শহরে অগুনতি মুসলিম সম্প্রদায়ের মানুষ বাড়ি ভাড়া চেয়ে প্রত্যাখ্যাত হন।’বোলানের বক্তব্য, শত্রুতার থেকেও এর নেপথ্যে রয়েছে মারাত্মক রকমের বিচ্ছিন্নতা। তার আক্ষেপ, যারা রাজনীতির জগতে রয়েছেন তারা কোনোদিন এই অন্ধকার কাটাতে এগিয়ে আসেন না। রাষ্ট্র সক্রিয় না হলে এই অবস্থা কাটবে না বলেই জানিয়েছেন তিনি।পেশায় চিকিৎসক কবিউল হক। করোনা আবহে একজন চিকিৎসকের ভূমিকা অপরিসীম বললেও কম। সেই আবহেও একজন চিকিৎসককে স্রেফ মুসলিম হওয়ার কারণে ঘর দেয়া হচ্ছে না। এমন ঘটনায় হতবাক ভারতীয় চিকিৎসকরাও।সূত্র : সংবাদ প্রতিদিন

পড়ুনঃ  জাতীয় নিরাপত্তা ইস্যুতে ইমামের রেসিডেন্সি বাতিল করলো বেলজিয়াম

“ক্লাব ‘৮৫ ইউকে”এর বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত

ইরানের শীর্ষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা: ইসরায়েলি F-35 ভূপাতিত করা বাভার ৩৭৩ কতটা কার্যকর?

লন্ডনে মুদাব্বির হোসেন মুনিম রচিত গ্রন্থ ‘হৃদয়ে হৃদয়েজিয়াউর রহমানের ছোঁয়া’র মিডিয়া লঞ্চিং অনুষ্ঠিত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের গুরুত্বপূর্ণ পারমানবিক গবেষণা কেন্দ্র ধ্বংশ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে প্রাণহানি ও ধ্বংস: মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে

ইসরায়েলের সামরিক হামলা ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়াল: পরমাণু বিজ্ঞানীদের হত্যা

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম ইউকে* ও সমমনা ইসলামী দল সমুহ 

জমিয়তে উলামার ঐতিহাসিক কোরবানীর বিনিময়ে আজ আমরা স্বাধীন