লন্ডনের ক্যামডেন বারার নিবাসী বাংগালী যুবক মোহাম্মদ আকিল মাহদি হত্যার সন্দেহে গ্রেপ্তার হওয়ার পর দুই ব্যক্তিকে পুলিশী হেফাজতে রাখা হয়েছে। শনিবার ৬ নভেম্বর সকাল ৮.৪৫ নাগাদ অ্যাম্বুলেন্স প্যারামেডিকরা পুলিশে খবর দেয়। তারা  ছুরিকাঘাতে আহত মোহাম্মদের চিকিৎসা করছিল।
ঘটনাস্থলেই মহম্মদ (২২)কে মৃত ঘোষণা করা হয়। সোমবার উত্তর লন্ডনের পুলিশ স্টেশনে ১৮ বছর বয়সী এক যুবক হাজিরা দেওয়ার  পর পুলিশ তাকে গ্রেফতার করে। পরের দিন টাওয়ার হ্যামলেটস বারার এক ঠিকানা থেকে পুলিশ ২১ বছর বয়সী অপর এক যুবককে গ্রেফতার করে।

ডেপুটি চীফ ইন্সপেক্টর লরেন্স স্মিথ বলেন, “তদন্ত চলছে, তবে আমরা এখনও তথ্য দিতে পারবে এমন কাউকে খুঁজছি।” তার নিকটাত্মীয়দের জানানো হয়েছে এবং
বিশেষজ্ঞ কর্মকর্তারা তাদের সহায়তা দিচ্ছেন।

যথাসময়ে ময়না তদন্ত হবে

তথ্য আছে এমন কাউকে টুইটার @MetCC এতে ১০১ নম্বরে পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে, রেফারেন্স নম্বর সিএডি ২১৭১/০৬এনওভি
উদ্ধৃত করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে