Site icon ইউরোবাংলা

বাংলা মিডিয়ার পরিচিত মুখ আব্দুল আহাদ আর নেই, ইউরোবাংলার শোক

যুক্তরাজ্যর বাংলা মিডিয়ার পরিচিত মুখ আব্দুল আহাদ আর নেই। গত বুধবার ১১ নভেম্বর রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তিনি করোনা আক্রান্ত হয়ে ১৬ অক্টোবর শনিবার থেকে ১১ নভেম্বর বুধবার পর্যন্ত মোট ২৭দিন রয়েল লন্ডন হাসপাতালে ভেন্টিলেটরে ছিলেন । মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিলো ৬১ বছর। পূর্ব লন্ডনের ডকল্যাণ্ডের বাসিন্দা আব্দুল আহাদ-এর পৈত্রিক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরাম পুরে । তবে স্থায়ীভাবে বসবাস করতেন শ্রীমঙ্গল শহরে । মৃত্যূকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, তিনি সাপ্তাহিক দেশ পত্রিকায় ২০১৫ সাল থেকে টানা প্রায় ৫ বছর সার্কুলেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে কমপক্ষে ১০ বছর সাপ্তাহিক নতুন দিন-এর সার্কুলেশন ম্যানেজার ছিলেন । এ ছাড়াও সাপ্তাহিক পত্রিকা, বাংলা পোস্ট, ইউরোবাংলা, সাপ্তাহিক হিজরত ও ইসলামী সমাচারেও সার্কুলেশন ম্যানেজার হিসেবে কাজ করেছেন।
ব্যক্তিগতভাবে খুই অমায়িক, বন্ধুবৎসল ও হাস্যোজ্জল মানুষ ছিলেন ।

ইউরোবাংলা পরিবার  আব্দুল আহাদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তার মৃত্যু বিলেতের বাংলা মিডিয়ার জন্য এক অপূরণীয় ক্ষতি। মরহুমের রুহের মাগফেরাত এবং তার শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ইউরোবাংলার সকল সদস্য।

Exit mobile version