গাড়ি চালানো অবস্হায় মোবাইল ব্যাবহার ফৌজদারি অপরাধ হবে ২০২২ থেকে

ইউরোবাংলা ডেস্কঃ সড়ক নিরাপত্তা জোরদার করতে সরকারি এক পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছর থেকে ড্রাইভারদের হ্যান্ডেল ডিভাইস ব্যবহার করা নিষিদ্ধ করতে যাচ্ছে ইউকে সরকার।

ইতিমধ্যেই ইমারজেন্সি ছাড়া মোবাইল ফোন ব্যবহার করে কল অথবা টেক্সট করা নিষিদ্ধ করা হয়েছে।

২০২২ সাল থেকে ড্রাইভারদের মোবাইল ফোন ব্যবহার করে ছবি তোলা অথবা গেম খেলা নিষিদ্ধ করা হচ্ছে। নিয়ম ভঙ্গ কারীদের ২০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে।

ট্রান্সপোর্ট সেক্রেটারি বলেছেন নিয়ম ভঙ্গ কারীদের আইনগত ব্যবস্থা নেওয়া খুব সহজ হবে।

গ্র্যান্ট স্যাপস বলেন, মোবাইল ফোন ব্যবহার করার কারণে বহু মৃত্যু এবং দুর্ঘটনার ঘটনা ঘটে।

গাড়ি চালানোর সময় বেআইনিভাবে মোবাইল ফোন ব্যবহারকারীদের আইনের আওতায় আনা সহজ করে আমরা আমাদের আইনকে একুশ শতকের উপযোগী করে তুলছি। এর ফলে অনেক অযাচিত মৃত্যু রোধ ও সড়ক নিরাপত্তা জোরদার করা যাবে।

বর্তমানে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অপরাধে ড্রাইভার দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে মোবাইল ফোন ব্যবহার করা একটি সম্ভাব্য অপরাধ হিসেবে প্রমাণ করতে হয়।

নতুন আইন অনুযায়ী হাইকোর্ট কে আপডেট করা হবে। ড্রাইভার দেরকে এটা পরিষ্কার করা হবে যে কোন ট্রাফিক লাইট এ অথবা মোটা ও লম্বা লাইনে থাকলেও তারা মোবাইল ফোন অথবা অন্যকোন hand-held ডিভাইস ব্যবহার করতে পারবে না।

তবে মোটর চালকরা স্যাটনেভ এবং মোবাইল ফোন ব্যবহার করতে পারবে যদি সেগুলো কোন ক্রেডলে শক্তভাবে আটকানো থাকে।

তবে তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে তারা তাদের নিজেদের গাড়ির জন্য দায়িত্বশীল এবং পুলিশ যদি তাদের কে গাড়ির উপরে নিয়ন্ত্রণ না থাকার কারণে কোনো মামলা করতে চায় তাহলে তার দায়িত্ব তাদেরকেই নিতে হবে।

তবে গাড়ি থেমে থাকা অবস্থায় ড্রাইভাররা যদি কন্টাক্টলেস পেমেন্ট করতে চায় তাহলে তাদের সে সুযোগ থাকবে।

মডেলিং অ্যাসোসিয়েশন এ এ’র  সভাপতি এডমান্ড কিং বলেন মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যেমন অসামাজিক কার্যক্রম তেমনি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করাকে একই কাতারে ভুক্ত করার ফলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে