বাড়ি ইউকে মঙ্গলবার থেকে ইংল্যান্ডে ফেইস মাস্ক বাধ্যতামূলক

মঙ্গলবার থেকে ইংল্যান্ডে ফেইস মাস্ক বাধ্যতামূলক

76
0

করুণা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট অমিক্রণ এর মোকাবেলা করতে মঙ্গলবার থেকে ইংল্যান্ডে পাবলিক ট্রান্সপোর্ট এবং শপিং মলগুলোতে ফেস মাক্স পড়া বাধ্যতা মূলক করা হচ্ছে। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ গতকাল শনিবার এই ঘোষণা দেন।

এর ফলে যুক্তরাজ্যের অন্যান্য রাজ্যের সাথে ইংল্যান্ড ও একই নিয়মের আওতায় এলো। তিনি এ ঘোষণা দেন যে বিদেশ থেকে আগত সকল যাত্রীকে এখন থেকে পিসি আর টেস্ট করতে হবে।

লাল তালিকাভুক্ত দশটি দেশ থেকে আগত যাত্রীদের দশদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। নতুন এই নিয়মের ওপর সংসদে একটি ভোট গ্রহণ করা হবে।সম্প্রসারিত করার কর্মসূচি আপাতত স্থগিত করেছে। সম্ভব হলে ঘরে থেকে কাজ করারও পরামর্শ দিয়েছে সরকার।

অমিক্রণ ভেরিয়েন্ট এর সংক্রমণ বেড়ে গেলে  এন এইচ এস এর ওপর যাতে কোনো চাপ না পড়ে সে জন্যই নতুন ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। একই সরকারের প্ল্যান বি’র অংশ।

স্কাইনিউজ কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন সরকার যে পদক্ষেপ নিয়েছে তা প্রয়োজনীয় এবং পরিমিত। তিনি আশা করেন যে কয়েক সপ্তাহের মধ্যেই নতুন নিষেধাজ্ঞা শিথিল করা যাবে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা  এবছর একটি চমৎকার ক্রিস্টমাস পালন করতে পারব।”

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ইউকের ৪ জাতির মধ্যে করা সমঝোতা অনুযায়ী বিদেশ থেকে আগত যাত্রীদের কঠোর পরীক্ষা করার ব্যবস্থা যত দ্রুত সম্ভব চালু করা হবে।

তবে মিস্টার জাবেদ জোর দিয়ে বলেন ঘর থেকে কাজ করা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো নিয়ম নতুন করে চালু করার কোন ইচ্ছা তার নেই। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন এটি অর্থনীতির ওপর বড় ধরনের চাপ ফেলবে। এবং সামাজিক দূরত্বের কারণে লোকের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়।

তিনি আরো যোগ করেন যে, তিনি আশা করছেন সরকারের উপদেষ্টারাঅল্প বয়সীদের মধ্যে বুস্টার ভ্যাকসিন প্রোগ্রাম সম্পন্ন করার ক্ষেত্রে তারা একটি নির্দেশিকা দিবে।

শনিবার ডাউনিং স্ট্রিটে আয়োজন করা এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন যে নতুন যে ব্যবস্থা নেয়া হয়েছে তা সাবধানতা মূলক এবং স্বল্পস্থায়ী। তিনি বলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে যখন স্কুলগুলো ক্রিসমাস এবং নতুন বছরের ছুটি উপলক্ষে বন্ধ হয়ে যাবে তখন এগুলোকে আবারও পর্যালোচনা করে দেখা হবে।

লেবার পার্টি প্রধান বি’র পুরোপুরি বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছে এবং আক্রান্তদের সেল্ফ-আইসোলেশন উৎসাহিত করার জন্য শিক্ষকের পরিমাণ বাড়ানোর জন্যও জোর দিয়েছে।

নটিংহাম এবং এসেক্সের ব্রেন্ট উড এলাকায় ওমিক্রন ভেরিয়েন্টের দুটো কেইস ধরা পড়ার পর বরিস জনসন এই নতুন ব্যবস্থার ঘোষণা দেন। কর্মকর্তারা বলেন সাউথ আফ্রিকা থেকে আগত যাত্রীদের মধ্যে ধরা পড়েছে।বিসর্জন বলেন নতুন এই ভেরিয়েন্টটি যাতে যুক্তরাজ্যে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে আমাদেরকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে