ইউরোবাংলা ডেস্কঃ আন্ত দলীয় এমপিদের একটি গ্রুপ আশঙ্কা প্রকাশ করেছেন যে, সরকারের ভোটার আইডি প্রবর্তনের পরিকল্পনা গণতন্ত্রের ওপর থেকে আস্থা সরিয়ে নেবে।

কমন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সাংবিধানিক বিষয়ক কমিটি (PACAC) সরকারকে নির্বাচনী বিল পাশ বন্ধ করার আহ্বান জানিয়েছে। এই বিল কার্যকর হলে ভোটারদেরকে ভোট দেয়ার জন্য ফটোগ্রাফিক আইডি দেখাতে হবে এবং ডাউনিং স্ট্রিট কে নির্বাচনী পর্যবেক্ষকদের ওপর আরও ক্ষমতা দিবে।

সোমবার প্রকাশিত কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে বিশেষ করে ভোটার আইডির প্রয়োজনীয়তা বিষয়ে আরো পুঙ্খানুপুঙ্খ পরামর্শ প্রয়োজন।

প্রতিবেদনে বলা হয়েছে, “আশঙ্কা করা হচ্ছে যে ভোটার আইডি প্রয়োজনীয়তা প্রবর্তন কিছু মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দিতে পারে।”

এতে উল্লেখ করা হয়েছে যে ২০০৩ সালে উত্তর আয়ারল্যান্ড যখন ভোট কেন্দ্রে ফটোগ্রাফিক আইডি দেখানোর প্রয়োজনীয়তা চালু করে তখন এর প্রতিক্রিয়া হিসেবে ২০০৪ সালে উত্তর আয়ারল্যান্ডের বিধানসভা নির্বাচনে প্রত্যাক্ষ ভোটদানের হার ২.৩ শতাংশ কমে যায়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, “যুক্তরাজ্যের নির্বাচন পরিচালনার প্রক্রিয়া, ভোটাররা যে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন এবং সাধারণভাবে ভোটাররা যে আস্থা প্রদর্শন করেন তা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি প্রশংসনীয় এবং গুরুত্বপূর্ণ দিক।”

“এই ব্যাপারগুলি লালন করা এবং সুরক্ষিত করা উচিত এবং যখনই সেগুলো পরিবর্তনের কথা বিবেচনা করা হয় তখন খুব গভীরভাবে বিবেচনা করে দেখা উচিত।”

“একটি বাধ্যতামূলক ভোটার আইডি প্রদর্শনের প্রয়োজনীয়তা প্রবর্তন আমাদের বর্তমান নির্বাচন ব্যবস্থার ভারসাম্যকে বিপর্যস্ত করার ঝুঁকি রয়েছে, যার ফলে ভোটারদের ভোট দেয়া আরো কঠিন হয়ে পড়বে এবং বর্তমান ব্যবস্থার ওপর যে আস্থা রয়েছে সেটি সরিয়ে নেয়া হবে।”

কমিটির সভাপতি উয়িলিয়াম র‍্যাগ বলেন, “ভোট জালিয়াতি থেকে আমাদের নির্বাচন ব্যবস্থাকে সুরক্ষিত করতে চাওয়া একটি মহৎ কারণ হলেও এটি অর্জনের জন্য যেসব যুক্তি দেখানো হয়েছে আমরা তাতে মোটেই আস্থা স্থাপন করতে পারছিনা।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে