বাড়ি কমিউনিটি সিএম তোফায়েল সামি স্মরণে জালালাবাদ এসোসিয়েশন ইউকের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিএম তোফায়েল সামি স্মরণে জালালাবাদ এসোসিয়েশন ইউকের দোয়া মাহফিল অনুষ্ঠিত

78
0

ইউরোবাংলা রিপোর্টঃ জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র সাবেক সভাপতি, জালালাবাদ ভবন ট্রাস্টের সদস্য, বিশিষ্ট ব্যাংকার, লেখক, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সি এম তোফায়েল সামি’র স্মরণে ১২ ডিসেম্বর রোববার এশার নামাজের পর লন্ডনের ঐতিহ্যবাহি ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে সি এম তোফায়েল সামি’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিলু সবাইকে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সভায় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

উল্লেখ্য, সি এম তোফায়েল সামি সোমবার (৬ই ডিসেম্বর) বেলা দুইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন তিনি। সিএম তোফায়েল সামি প্রয়াত স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের এক সভায় যোগ দিতে সোমবার সকালে বাসা থেকে বের হন। রাজধানীর একটি তারকা হোটেলে যাওয়ার পথে তার বুকে ব্যথা অনুভূত হয়। অনুষ্ঠানস্থলে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে রাজধানীর শ্যামলীস্থ স্পেলাজাইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে জমিদার পরিবারের সন্তান জনাব তোফায়েল সামির সহোদর সিএম শফি সামি ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে