বদরুজ্জামানঃ প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা ও স্বীকৃতির মাধ্যমে সকল প্রবাসীদের সম্মানিত করার  উদ্যোগ নিয়েছে লন্ডনভিত্তিক প্রবাসী অধিকার সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ। বিজয়ের উদযাপনকালে আজ বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর লন্ডন থেকে এক ভার্চুয়াল সভার মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ’এর চেয়ার ড. হাসনাত এম হোসাইন এমবিই ও ডিজি ওহিদ আহমেদ এই উপলক্ষে বলেন, ডিসেম্বর আমাদের বিজযের মাস । মহান মুক্তিযুদ্ধে মাতৃভূমির এই বিজযের জন্য অসংখ্য প্রবাসীদের আত্মত্যাগ আর অবদান জাতি কোনদিন ভুলতে পারে না। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’এর পক্ষ থেকে বিজয়ের ৫০ বছরের এই দিনে ৫০ জন প্রবাসীর প্রথম তালিকা প্রকাশ করে আমরা সকল প্রবাসীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করছি। পর্যায়ক্রমে দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত গঠনে তাঁদের অকৃত্রিম  অবদানকে স্বীকৃতি প্রদান করা হবে। সংস্থার পক্ষ থেকে মার্চ ২০২২ লন্ডনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

প্রথম পর্যায়ে প্রকাশিত এই তালিকায় রয়েছেন, বিচারপতি আবু সাঈদ চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে শাহ এএমএস কিবরিয়া, এ এম এ মুহিত, লন্ডন থেকে স্যার ফজলে হাসান আবেদ, গৌছ খান,  মিসেস লুলু বিলকিস বানু, ফেরদৌস রহমান, তাসাদ্দুক আহমেদ, আব্দুল মতিন চৌধুরী (ম্যানচেস্টার), ওয়াহিদ উদ্দিন আহমেদ কুতুব (নিউক্যাসল) , শেখ আব্দুল মান্নান, সৈয়দ আবদুর রহমান (বার্মিংহাম), আলহাজ্ব সামসুদ্দিন আহমেদ এমবিই (চেষ্টার),লন্ডন থেকে আলহাজ্ব জিল্লুল হক , আলহাজ্ব মিম্বর আলী, কবি দবিরুল ইসলাম চৌধুরী এমবিই (সেন্ট আলবন্স), , সিরাজুর রহমান, ড. কবির চৌধুরী, হাফিজ মজির উদ্দিন, সুলতান মাহমুদ শরীফ,  ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, আতাউর রহমান খান, তোজম্মেল হক (টনি হক),  ওয়ালী আশরাফ (জনমত), শামসুল আলম চৌধুরী প্রমূখ।  

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের ডিজি ওহিদ আহমেদের পরিচালনায় সংগঠনের কর্মকর্তাদের মধ্যে নিউক্যাসেল থেকে প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের তালিকা প্রণয়ন কমিটির চেয়ারম্যান সৈয়দ নাদির আজিজ দারাজ, ট্রেজারার  মাহতাব মিয়া, লন্ডন থেকে মিডিয়া ডিরেক্টর কে এম আবু তাহের চৌধুরী, প্রফেসর আব্দুল কাদের সালেহ, ওয়াশিংটন থেকে শরাফত হোসেন বাবু, নিউইয়র্ক থেকে হাসান আলী, সংগঠনের ভাইস চেয়ার মাহিদুর রহমান, ইন্টারন্যাশনাল রিলেশনস ডিরেক্টর শামসুল আলম লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমাদুল হক চৌধুরী, কানাডার মন্ট্রিয়াল থেকে অংশ নেন লেখক গবেষক মাহমুদ হাসান, অস্ট্রেলিয়া থেকে প্রফেসর হুমায়ের চৌধুরী, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থেকে মাহবুব আলম শাহ, ডা. ওয়াহিদুল আলম, সাংবাদিক এনামুল হক চৌধুরী ও জার্মানি থেকে মুক্তিযোদ্ধা আনোয়ারুল কবির আলোচনায় অংশ নেন।

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ’এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার ৫০ বছর পর এই কাজটি অত্যন্ত জরুরী। প্রবাসীদের বিশেষ করে বিলাতের মানুষের প্রত্যেকের অবদান একটা প্রামাণ্য দলিল হিসেবে সংরক্ষণ করা দরকার। এতে অতীতের পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে  উৎসাহিত হবে। তিনি বলেন, যুক্তরাজ্য প্রবাসীরা ৬৯-এ বিলেত থেকে চাঁদা তুলে আইনজীবী না পাঠালে হয়তো তখনই পাকিস্তানীরা মুজিব ভাইকে ফাঁসি দিয়ে দিতো। তাহলে হয়তো আজকের ইতিহাস হতো অন্যরকম।ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী লন্ডন প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে যুক্তরাজ্যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ গবেষণায় একটি প্রোগ্রাম চালু করার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশের প্রতিটি গ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা দিয়ে স্মৃতিসৌধ গড়ার জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

জাতীয় সঙ্গীত পরিবেশনে সকলে অংশ নেন। পরে সঙ্গীত শিল্পী সাদিকুর রহমানের গান, হাসান মাহমুদ ও নাদির দারাজের কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিজয়ের সুবর্ণ জয়ন্তী’র জমজমাট ও প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রফেসর আব্দুল কাদের সালেহ।

সংগঠকদের তালিকাঃ Late Justice Mr. Abu Sayeed Chowdhury (London), 2. DR. Zafrullah Chowdhury (London), 3. Late Shah AMS Kibria (Washington), 4. Mr. Abul Maal Abdul Muhith (Washington) , 5. Late Lulu Bilkis Banu (London) , 6. Late Mr. Gaus Khan (London), 7. Late Tayubur Rahman (London), 8. Late Mr. Serajur Rahman (BBC – Bangla), 9. Late Abdul Motin Chowdury (Manchester), 10. Late Tosodduq Ahmed MBE (London), 11. Dr. Kabir Chowdhury (Manchester}, 12. Dr  Mosharraf Hussain (London), 13. Late Wahid Uddin Ahmed Kutub (New Castle), 14. Late Alhajj Hafiz Moziruddin (London), 15. Late Mr. Sheikh Abdul Mannan (Coventry), 16. Late Alhaj Shamsur Rahman (London), 17. Late Minhaz Uddin (London), 18. Late Afroz Mia Hatem Tai (B’ham), 19. Late Mr Zakaria Chowdhury (London), 20.Late Barrister Moudud Ahmad (London), 21. Late Mr. Shamsul Alam Chowdhury (London), 22. Alhajj Mr. Shamsuddin Ahmed MBE (Chester), 23. Alhajj Mr. Motasim Ali (Coventry), 24. Mr. Tozammel (Tony) Huq MBE   (Birmingham), 25. Late Mr. Wali Ashraf  (Jonomot), 26. Mrs. Ferdous Rahman (London), 27. Late Bodrul Hussain Talukder (London), 28. Late A M A Haque (B’ham), 29. Late Monowar Hussain (Bradford), 30. Late Mr. Abdur Raquib (London), 31. Alhajj Nasir Ahmed (B’ham), 32. Late Alhaj Mr. Jillul Haque (London), 33. Late Alhajj Mr. Ali Ismail (B’ham), 34. Late Mr. Rezaul Karim (BD Mission, London), 35. Late Mr. Nazir Uddin Ahmed (Manchester), 36. Late Mr. (Solaiman) Sobur Chowdhury (B’ham), 37. Late Syed Abdur Rahman (B’ham), 38. Late Mr. Moksud Ali (Oldham), 39. Kobi Dobirul Islam Choudhury OBE (St Albans), 40. Late Moin Uddin Ahmed Monaf Miah (London), 41. Late Alhajj Mr. Mimbor Ali (London), 42. MR. Ataur Rahman Khan (London), 43. Alhajj Aftab Ali (London), 44. Late Moshahid Ali Chowdhury (London), 45. Late Haji Nisar Ali (London), 46. Mr. Sultan Mahmud Shorif (London), 47. Late Amir Ahmad  Choudhury  Sinkaponi (London) , 48. Late Abdul Mannan Sanu Mia (London), 49. Late Mr. Mokoddos Bakth (Manchester), 50. Mr. Khandhoker Abdul Mosbbir MBE (Rochdale).

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে