Site icon ইউরোবাংলা

খালেদা জিয়া ও শাহজাহান চৌধুরীর মুক্তি দাবিতে পূর্ব লন্ডনে মানব বন্ধন অনুষ্ঠিত

লন্ডন সংবাদ দাতাঃ গত ১৮ই ডিসেম্বর, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে চট্টগ্রামের সাতকানিয়ার সাবেক এমপি মজলুম জননেতা শাহজাহান চৌধুরীর মুক্তি দাবিতে “স্টান্ড ফর বাংলাদেশ”র উদ্দোগে এক বিরাট মানব বন্ধনের আয়োজন করা হয়।
স্টান্ড ফর বাংলাদেশ’র আহবায়ক বেলাল রশিদের সভাপতিত্তে অনুষ্ঠিত এই মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবুবকর মোল্লা। বক্তব্য রাখেন ব্যারিস্টার বদরে আলম দিদার, সাবেক ছাত্র নেতা সিরাজুল ইসলাম, তরিকুল ইসলাম, মাওলানা সাইয়েদ ইমরান প্রমুখ।

সভায় বক্তারা বর্তমান সরকার কর্তৃক অন্যায় ভাবে বিরোধী দলসমূহের প্রতি দমন -পীড়নের, বিশেষ করে অন্যায়ভাবে বিরোধী দলসমুহের নেতা-কর্মীদের আটক, গুম, খুনের অভিযোগ আনেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধি দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ না করে তাকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যাবস্থা এবং অসুস্থ বর্ষিয়ান জননেতা সাতকানিয়ার সাবেক এম পি শাহজাহান চৌধুরীর মুক্তি দাবি সহ অন্যায় ভাবে গ্রেফতার ও গুম হওয়া সকল রাজবন্দিদের অনতিবিলম্বে মুক্তি এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান। নতুবা উদ্ভুত যে কোন পরিস্থিতির জন্য এই সরকার কেই সব দায় নিতে হবে বলে তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

Exit mobile version