বাড়ি বিশ্ব জাতীয় নিরাপত্তা ইস্যুতে ইমামের রেসিডেন্সি বাতিল করলো বেলজিয়াম

জাতীয় নিরাপত্তা ইস্যুতে ইমামের রেসিডেন্সি বাতিল করলো বেলজিয়াম

78
0

ইউরোবাংলা ডেস্কঃ ব্রাসেলস টাইমস বৃহস্পতিবার জানিয়েছে, ব্রাসেলসের একটি মসজিদের প্রধান ইমামের বেলজিয়ামে বসবাসের অধিকার বাতিল করেছেন এসাইলাম ও অভিবাসন বিষয়ক পররাষ্ট্র সচিব স্যামি মাহদি।

ব্রাসেলস স্কয়ার

প্রতিবেদনে বলা হয়েছে, ইমাম, মোহাম্মদ তৌজগানি “জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি” উল্লেখ করে মাহদি গত বছরের অক্টোবর মাসে তার ভিসা বাতিল করেন । তৌজগানি বেলজিয়ামের ব্রাসেলসের মোলেনবিকের এলাকার বৃহত্তম আল খলিল মসজিদের প্রধান।

মাহদির বলেন, “আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাই। যারা ঘৃণা ছড়ায়, আমাদের সমাজকে বিভক্ত করে এবং আমাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দেয়, তারা আমাদের দেশে স্বাগত নয়। আজ নয় এবং কখনই নয়।”

“অতীতে আমরা মৌলবাদী প্রচারকদের অনেক বেশি ছাড় দিয়েছি। এই লোকটি সম্ভবত বেলজিয়ামের সবচেয়ে প্রভাবশালী প্রচারক ছিলেন। এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা দিয়েছি,” তিনি যোগ করেন।

মাহদি নিরাপত্তা পরিষেবার তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এবং তিনি বলেন যে, তিনি এটিকে হালকাভাবে নেননি। তবে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

তৌজগানি র মরোক্কোর জাতীয়তা রয়েছে। তাকে ইতোমধ্যই বেলজিয়াম ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে এবং আগামী ১০ বছরের জন্য তার বেলজিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দ্যব্রাসেলস টাইমস উল্লেখ করেছে, নিষেধাজ্ঞার আগে বেশ কিছুদিন ধরে ইমাম সমালোচনার সম্মুখীন হয়েছিলেন।

২০১৯ সালে তার একটি দশ বছরের পুরানো ভিডিও প্রকাশিত হয় যেখানে তিনি ইহুদিদের পুড়িয়ে মারার আহ্বান জানান। ব্রাসেলসের মোলেনবিক জেলায় মুসলিম অভিবাসীদের সংখ্যা বেশি। ইউরোপে হামলা চালানো বেশ কয়েকজন সন্ত্রাসী মোলেনবিক থেকে এসেছিল, যার মধ্যে আবদেলহামিদ আবাউদও ছিল, যিনি ২০১৫ সালের নভেম্বরে প্যারিসে ইসলামিক স্টেটের (আইএসআইএস) হামলার মূল হোতা ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে