Home কমিউনিটি মাদক সরবরাহের অভিযোগে বাঙ্গালী যুবক গ্রেফতার

মাদক সরবরাহের অভিযোগে বাঙ্গালী যুবক গ্রেফতার

246
0

ইউরোবাংলা রিপোর্টঃ বড় আকারের পুলিশ তদন্তের পর পূর্ব লন্ডনের বো এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে মাদক সরবরাহের পাঁচটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। ওয়েলিংটন ওয়ে-র রাহিন আহমেদ শুক্রবার (২১ জানুয়ারি) কোলচেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন।

ওয়েলিংটন ওয়ে, বো।

২০ বছর বয়সী এই তরুণের বিরুদ্ধে ক্লাস এ ড্রাগ সরবরাহের তিনটি অভিযোগ, বি শ্রেণীর মাদক সরবরাহে দুটি অভিযোগ এবং অপরাধমূলক সম্পত্তি দখলের একটি অভিযোগ আনা হয়েছে।

আহমেদকে রিমান্ডের জন্য পুলিশী হেফাজতে পাঠানো হয়েছে। এসেক্স পুলিশ জানিয়েছে, তার পরবর্তী আদালতের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

নিয়ন্ত্রিত মাদক সরবরাহের সন্দেহে গ্রেপ্তার হওয়া ২০ বছর বয়সী দ্বিতীয় ব্যক্তিকে তদন্তের পর ছেড়ে দেওয়া হয়।

এসেক্স, লন্ডন এবং হার্টফোর্ডশায়ার জুড়ে মাদক সরবরাহের ঘটনায় এসেক্স পুলিশের অপারেশন র‍্যাপ্টর এর অংশ হিসেবে তদন্ত করার পর এই অভিযোগ আনা হয়েছে।

পড়ুনঃ  বৃহত্তর ঢাকাদক্ষিণ কো-অপারেটিভ সোসাইটি ইউকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here