বাড়ি কমিউনিটি লন্ডনে শেখ রাসেল কাপ ক্যারাম সম্পন্ন

লন্ডনে শেখ রাসেল কাপ ক্যারাম সম্পন্ন

65
0

এম এ খান ফান্ডেশন আয়োজিত ও সাউন্ডটেক ক্যারম ক্লাব’র সহযোগিতায় লন্ডনে শেখ রাসেল কাপ একক ক্যারাম টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধায় পূর্বলন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাবে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রিটেনের প্রাচিনতম ক্যারম ক্লাব সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউ’কে প্রতিস্টাতা চেয়ারম্যান ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আব্দুর রহমান খান সুজার সভাপতিত্বে এবং সাউন্ডটেক ক্যারম ক্লাব এর কোষাধ্যক্ষ মাযহারুল ইসলাম মুন্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন ও সাউন্ডটেক ক্যারম ক্লাব এর ক্রীড়া সম্পাদক সাদেকুজ্জামান লিপু।

শেখ রাসেল কাপ একক ক্যারাম টুর্নামেন্ট ২০২২ এ সর্বমোট ৩২ টি টিম অংশ গ্রহণ করে। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দীপু খান এবং রানার্সআপ হন ইমরান হোসেন এবং ২য় রানার্স আপ ফারুক ফুয়াদ চৌধুরী।

খেলায় বিজয়ীদের হাতে ট্রপি ও নগদ অর্থ তুলে দেন উপস্তিত অতিথিবৃন্দ। খেলায় প্রথম পুরস্কার ট্রপি সহ নগদ তিন শত পাউন্ড, ২য় পুরুস্কার ট্রপি ও একশ পঞ্চাশ পাউন্ড এবং ৩য় পুরুস্কার ছিল ট্রপি ও পঞ্চাশ পাউন্ড।

ফাইনাল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বিশিষ্ট ক্যারাম খেলোয়াড় মাযহারুল ইসলাম মুন্না।

  • প্রেস বিজ্ঞপ্তি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে