Site icon ইউরোবাংলা

ভয়েস ফর নিউহাম’র পক্ক থেকে ইস্টহামের আক্রান্ত মসজিদ পরিদর্শন”

লন্ডন: ২৩এপ্রিল’২২ শনিবার: সম্প্রতি পুর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলের অন্তর্গত ইস্টহাম টাউন হলের কাছাকাছি পিল্গ্রিম ওয়ে’তে নির্মাধীন শ্রীলঙ্কার মুসলমানদের দ্বারা পরিচালিত “দারুল ইলম” মসজিদে কিছু সংখ্যক পুর্ব ইউরোপীয়ান বর্ণবাদী সন্ত্রাসী মাগরিবের ইফতারের সময় লাঠি-সোটা, নানান অস্ত্রসহ হামলা চালায়। এতে দু’জন মুসল্লী আহত হন। পরবর্তীতে পুলিশ সেখানে এসে হাজির হয় এবং ঘটনা তদন্ত শুরু করে। এ সংবাদটি বাংলা মিডিয়া সহ জাতীয় সংবাদপত্র ও মিডিয়া টিভি তে গুরুত্বসহ প্রকাশিত হয়।
এ ঘটনায় স্হানীয় রোজাদার মুসল্লীদের মধ্যে আতংক বিরাজ করে। লোকাল কাউন্সিলের নেত্রীবৃন্দ, মেয়র সহ অনেকই মসজিদ পরিদর্শন করেন এবং মুসল্লীদের সাথে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন।
সহ-মর্মিতার অংশ হিসেবে “ভয়েস ফর নিউহাম” এর পক্ক থেকে সংগঠনের চেয়ারম্যান এবং ব্রিকলেন ফিউনারেলের ডাইরেক্টর পারভেজ কোরেশি, সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান, লোকাল রাজনৈতিক ব্যাক্তিত্ব জেইন মিয়া, সংগঠনের সদস্য ও ইসি মেম্বার বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী বদ্রুজ্জামান বাবুল, ইয়াং এক্টিভিস্ট ইবনে কোরেশি সহ অন্যরাও যোগ দেন।
তারা মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লী সহ কমিটির নেত্রবৃন্দের সাথে দেখা করে ঘটনার বিস্তারিত অবগত হন, সবাইকে আস্বত্ব করেন। ভবিষ্যতে যেকোনো সময়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং কিছু অর্থ সহায়তাও প্রদান করেন।

Exit mobile version