রিপোর্টারঃ লন্ডন বারা অব নিউহামের অন্যতম ব্রহত্তম সংগঠন “ভয়েস ফর নিউহাম” এক সাধারণ সভা এবং স্হানীয় এমপি মিঃ স্টিফেন টীম করত্রিক রাণীর সম্মাননা “নাইটহুড” লাভ করায় এক সম্বর্ধনার আয়োজন করা হয়।
পুরব লন্ডনের ইম্প্রেশন সেন্টারে গত মংগলবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রথম পর্বে অনুস্টিত সাধারণ সভায় সভাপতিত্ত করেন সগঠনের চেয়ারম্যান পারভেজ কোরেশী বিইএম। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান আফসর মিয়া, ট্রেজারার আবুল মিয়া, জয়েন্ট সেক্রেটারি আবদুল হক হাবিব, ফারুক মিয়া, জেইন মিয়া, জাহাঙ্গীর খান, উবাইদ খান, কাজী আরিফ, কাজী আবুল কোরাশ, ময়েজউদ্দিন, রেজা চৌধুরী বদরুল, বদরুজ্জামান বাবুল প্রমুখ।


সভায় বক্তারা বিগত এজিএম’র সফলতা তুলে ধরেন এবং একতাবদ্ধ হয়ে কাজ করার এবং নিউহামের সকল কমিউনিটি কে সাথে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কে নিয়ে কাজ করে এই সংগঠন তথা ” ভয়েস ফর নিউহাম” একটি ইউনিক প্লাটফর্ম হিসেবে তৈরী করার আহবান জানান। এছাড়া বিগত বছর গুলোতে পেণ্ডামিক সহ বিভিন্ন সময়ে সংগঠন যেসব কাজ করেছে তার বিস্তারিত তুলে ধরা হয় এবং আগামীতে নতুন মেম্বার রিক্রুট, সামার ফেয়ার উদযাপন সহ বিভিন্ন করমসুচী ঘোষণা করা হয়।


দ্বিতীয় পর্বে নিউহামের জনমানুষের নেতা, সকল কমিউনিটির মুখপাত্র স্যার স্টিফেন টীম’এর ব্রিটেনের রাণী করত্রিক “নাইটহুড” খেতাব প্রাপ্ত হওয়ায় এক সম্বর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মায়েনউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সম্মানিত এমপি, স্যার স্টিফেন টীম। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে থেকে উক্ত সম্বর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন -গ্রেটার লন্ডন অথরিটি ( জিএলএ) মেম্বার উমেশ দেশাই, সাবেক নিউহাম কাউন্সিলর ও ডেপুটি চেয়ার ব্যারিস্টার নাজির আহমদ, কাউন্সিলর লাকমিনি শাহ, সাবেক কাউন্সিলর দের মধ্যে আয়েশা চৌধুরী, মিস এলেন, কমিউনিটি লিডার শাহগীর বক্ত ফারুক, কমিউনিটি এক্টিভিস্ট তাহির হাসান মীরজা মেহবুব প্রমুখ এবং সভাপতিত্ত করেন সংগঠনের চেয়ারম্যান পারভেজ কোরেশি বিইএম।


সভায় বক্তারা মিঃ স্টিফেন টীম কে ধন্যবাদ জানিয়ে তার দীর্ঘ দিনের কমিউনিটির সেবা কারয্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এবং তার এই নাইটহুড উপাধি প্রাপ্য এক অইতিহাসিক এবং যথার্থ পুরষ্কার হিসেবে গন্য করেন।


জবাবে মিঃ স্টিফেন টীম তাকে এই সম্মানসুচক আয়োজন করার জন্য ভয়েস ফর নিউহামের ভূয়সী প্রশংসা করেন এবং সকল কমিউনিটির কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও আগামীতে কমিউনিটির সেবায় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভা শেষে অতিথিদের সম্মানে এক ডিনারের আয়োজন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে