Home কমিউনিটি মাইলএন্ড স্টেডিয়ামে ঈদুল আজহা’র জামাত সকাল সাড়ে ৯টায়

মাইলএন্ড স্টেডিয়ামে ঈদুল আজহা’র জামাত সকাল সাড়ে ৯টায়

232
0

প্রতিবারের মতো এবারো পবিত্র ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের মাইলএন্ড স্টেডিয়ামে শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায়। এ উপলক্ষে (৭ জুলাই) বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিং মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্টিত হয়।


কমিটির অন্যতম সদস্য কমিউনিটি ব্যক্তিত্ব আখলাকুর রাহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ুন মিয়া, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার শেখ আব্দুর রাহমান মাদানি, অন্যতম উদ্যোগতা কাউন্সিলর আব্দাল উল্লা, ফখরুল ইসলাম সহ লন্ডন বাংলা মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এবারের আয়োজনে সহযোগী হিসাবে রয়েছে ইসলামিক রিলিফ, লজিস্টিক সাপোর্ট টাওয়ার হ্যামলেটেস কাউন্সিল এবং স্পন্সর সোনারগাহ রেস্টুরেন্ট, আকলু প্লাজা। সিকিউরিটি সাপোর্ট, J4S Security গতবছরের অভিজ্ঞতার আলোকে এবার সাউণ্ড সিষ্টেম নতুন কেনা হয়েছে যাতে আওয়াজ শুনতে কোনো রকম সমস্যা হবে না।


বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার শেখ আব্দুর রাহমান মাদানি বলেন, ঈদের নামাজ ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিধান। প্রকাশ্য স্থানে, প্রকাশ্যভাবে সমাজের সর্বস্তরের মানুষ সম্মিলিত হয়ে সুমহান আল্লাহর ইবাদত করার, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার তরে সিজদা নিবেদন করার মনোমুগ্ধকর একটি ব্যবস্থা হলো- ঈদের জামাত। খোলা আকাশের নিচে উন্মুক্ত ময়দানে সিজদায় লুটিয়ে পড়াই হলো- ঈদের জামাতের প্রধান সৌন্দর্য।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি দ্বিতীয় বর্ষে ঈদের নামাজের সূচনা করেন। ইন্তেকাল পর্যন্ত প্রায় দশ বছর তিনি ঈদের জামাত পরিচালনা করেছেন ও ইমামতি করেছেন


হাদিসের গ্রন্থগুলোতে ঈদের জামাতের পরিচ্ছেদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের জামাত সম্পৃক্ত অনেকগুলো বর্ণনা বেশ কয়েকজন সাহাবির সূত্রে সুস্পষ্টভাবেই বর্ণিত হয়েছে।
ওই সব বর্ণনাতে দেখা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে খোলা ময়দানে ঈদের নামাজ পড়েছেন। দশ বছরের মাদানি জীবনে মাত্র একবারের ঘটনা দু’তিনটি হাদিসে পাওয়া যায়, বৃষ্টির কারণে তিনি মসজিদে ঈদের নামাজ পড়েছেন। বৃষ্টি মুক্ত স্বাভাবিক আবহাওয়ায় তিনি মসজিদে ঈদের নামাজ পড়েছেন- এ মর্মে একটি বর্ণনাও কোনো হাদিস গ্রন্থে নেই।

পড়ুনঃ  আল-মুছিম স্কুল এন্ড কলেজে সাউন্ড বক্স প্রদান করলেন আলহাজ্ব নেছার আলী লিলু

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এবং যেভাবে করেছেন সেটাই আমাদের জন্য অনুকরণীয়। সেটাই আমাদের জন্য বিশুদ্ধ কর্মপন্থা। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃত কাজটি তার মতো করে করার সর্বাত্মক চেষ্টা করাই ঈমানের দাবি, মুমিন জীবনের বৈশিষ্ট্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here