বাড়ি কমিউনিটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি জাস্টিস ফর ভিকটিম এর।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি জাস্টিস ফর ভিকটিম এর।

76
0

২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াত -শিবিরসহ বিরোধী দলীয় নেতা কর্মীদের হত্যাকারীদের বিচার ও নির্দীয় নিরপেক্ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে . পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে গত ২৪ অক্টোবর সোমবার মানবাধিকার সংগঠন justice for victims উদোগে এক আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো:জহিরুল ইসলাম ।
সভা পরিচালনা করেন :সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো :জালাল আহমেদ জিলানী ও সহসাধারন সম্পাদক মাহমুদুল হাসান লিমন ।
সভায় প্রধান অতিথি হিসেবে অপস্থিত ছিলেন .আমার দেশ পত্রিকার ইউ .কের নির্বাহী সম্পাদক : জনাব ওলিউল্লাহ নোমান সাহেব ।
প্রধান বক্তা হিসেবে উপ্সতিথ ছিলেন .জনাব আবদ্ল্লাহ আল মুনিম সাহেব ,সাবেক সিলেট জেলা সভাপতি ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ।
,বিশেষ অতিথি হিসেবে উপস্তিথ ছিলেন ,জনাব দেলওয়ার হোসেন সাহেব
মু: সাইফুর রহমান পারভেজ .সাধারন সম্পাদক ,জাতীয় ঐক্যফ্রন্ট ইউ .কে ।
অনলাইন এক্টিভটিস ফোরামের সভাপতি .মো জয়ননাল আবেদিন ,
ও সাবারন সম্পাদক ,দেলওয়ার হোসেন ।
ফাইট ফোর রাইট ইন্্টারন্যাশনাল ওরগানাইজেশনের সাধারন সম্পাদক
মো বুরহান উদ্দিন চৌধুরী . ও assistance secretary .মো: আমিনুল ইসলাম সফর ।

এছারা আরো উপস্থিত ছিলেন
জনাব আহমেদ আলী
সিনিয়র সহসভাপতি .justice for victims uk ।

জনাব আমিনুল ইসলাম মুকুল
সহসভপতি justice for victims ,
uk ।

সভার মাধ্যমে বকতারা অনতিবিলম্বে ২০০৬ সালের ২৮ অক্টোবর শহীদদের খুনিদের গ্্রেফতার ও নির্দলীয় নিরপেক্ক সরকারের অধিনে নির্বাচনের দাবি করেন ।
তাছারা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া ও আন্ত্জাতিক খযাতি সম্পন্ন মুফিস্সির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের নিঃশর্ত মুক্তি দাবি করা হয় ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে