নাজমুল ইসলাম মকবুল, সিলেট:

আলহাজ্ব এম.এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের ২২তম জুনিয়র বৃত্তি পরিক্ষা গত ৪ ও ৫ নভেম্বর সমাপ্ত হয়েছে।
সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলার ধরগাঁওস্থ আলহাজ্ব এম.এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট কর্তৃক অনুষ্টিত বৃত্তি পরীক্ষা দক্ষিণ সুরমার নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও ধরগাঁওস্থ জালালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়।
স্কুল ও মাদ্রাসার জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মরহুম আম্বর আলী ও সফিনা বিবি বৃত্তি পরীক্ষা, হাফিজী মাদ্রাসার মরহুম আয়শা খানম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়। এ বৃত্তি পরীক্ষায় সিলেট জেলার সদর উপজেলা, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
আগামী ডিসেম্বরে উক্ত ট্রাস্টের মাধ্যমে এসএসসি মডেল টেস্ট পরীক্ষা নেয়া হবে।
প্রথম দিনের পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও আলহাজ্ব এম.এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, দক্ষিণ সুরমা উপজেলার শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, বৃত্তির প্রতিষ্ঠাতা সদস্য ও বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এমদাদ আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস আলী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শুয়েব, বিশ্বনাথ উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহেল রানা, দক্ষিণ সুরমা উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার লুৎফুর রহমান, হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমজান আলী, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, কাজী জালাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুল খালিক, সিলেট জেলা স্কাউটের জেলা কমিশনার হিফজুর রহমান, সাংবাদিক সিন্টু রন্জন চন্দ, জালালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামাল আহমদ শাফি, সাবেক সভাপতি আব্দুল মনাফ, প্রধান শিক্ষক সুবাস রন্জন দাস, সদস্য আব্দুল মজিদ, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, গ্রেটার কামাল বাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর অফিস সম্পাদক আনোয়ার হোসেন, জালালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পি টি এ কমিটির সভাপতি ফয়জুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব এম.এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক ও দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাঈল আহমদ, সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক ও আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজম আলী, ট্রাস্ট্রের ভারপ্রাপ্ত সভাপতি ও সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মকব্বির আলী, ট্রাস্টের সচিব ও তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুক আহমদ, যুগ্ম সচিব মাও: আবুল কালাম আজাদ, সদস্য সোহেল মিয়া, অতিরিক্ত সচিব মাসুদ আলম, সদস্য সাইফুল আলম প্রমুখ।
উল্লেখ্য, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি’র পিতা- মাতার নামে ২০০১ সালে আলহাজ্ব এম.এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টটি প্রতিষ্ঠা করেন তাঁরই বড় ভাই প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান ও ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মুহিদুর রহমান।
দীর্ঘ ২২ বছর যাবৎ শিক্ষা ক্ষেত্রে এই ট্রাস্টটি শিক্ষার মান উন্নয়নে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তাসহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে।

বার্তা প্রেরক
নাজমুল ইসলাম মকবুল
সিলেট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে