Site icon ইউরোবাংলা

অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিনের পি.এইচ.ডি ডিগ্রি অর্জন : সিলেট লেখক ফোরামের অভিনন্দন

সিলেট লেখক ফোরামের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের কৃতিসন্তান, বিশিষ্ট লেখক সাংবাদিক সংগঠক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন।
তার গবেষণার বিষয় ছিল মহানবী (সা:) এর জীবনের অলৌকিক ঘটনাবলী।
তিনি অ্যামেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটি, ক্যালিফোর্নিয়ার অধিনে এ ডিগ্রি অর্জন করেন।
তিনি সুনামগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী।
অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিনের পি.এইচ.ডি ডিগ্রি অর্জনে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ কাজী মোঃ শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ, প্রচার সম্পাদক এমদাদুল হক, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ফখর উদ্দিন প্রমূখ।
তারা আশা প্রকাশ করে বলেন, খ্যাতিমান এ লেখক সিলেটবাসীর সুনাম বিশ্ব দরবারে আরও বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখবেন। তারা তাঁর আরও সফলতার পাশাপাশি সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করেন।

বিজ্ঞপ্তি,
বার্তা প্রেরক
নাজমুল ইসলাম মকবুল
সভাপতি
সিলেট লেখক ফোরাম

Exit mobile version