২৬ আষাঢ়, ১৪৩২, ১০ জুলাই, ২০২৫, ১৪ মহর্‌রম, ১৪৪৭

আমাজনের চ্যারিটি পার্টনার হলো ইস্টহ্যান্ডস

বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস আমাজনের চ্যারিটি পার্টনার হিসাবে মনোনীত হয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইস্টহ্যান্ডস। আমাজন স্মাইলের মাধ্যমে বিশ্বের প্রায় ১০ লাখ চ্যারিটি সংস্থা ডোনেশন পেয়ে থাকে আমাজনের কাছ থেকে। এরমধ্যে ব্রিটেনে রয়েছে ৪০ হাজার ছোট বড় চ্যারিটি সংস্থা। ব্রিটেনে বছরে ৯ মিলিয়ন পাউন্ড ডোনেশন দেয়া হয়েছে আমাজন স্মাইলের মাধ্যমে। আমাজন স্মাইল আমাজনের একটি সামাজিক দায়বদ্ধতা প্রোগ্রাম। যেসব গ্রাহক আমাজন স্মাইল এ্যাপস ব্যবহার করে তাদের মনোনীত চ্যারিটিকে সিলেক্ট করে রাখবে এবং পরবর্তীতে যতো শপিং করবে সেই টাকা থেকে ০.৫ শতাংশ চলে যাবে সেই চ্যারিটির কাছ থেকে। এতে গ্রাহকের কোন অতিরিক্ত টাকা গুনতে হবে না। তাদের নির্ধারিত দাম থেকেই আমাজন এই ডোনেশন দিবে।

ইস্টহ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, আমাজন স্মাইল হচ্ছে শপিংয়ের সাথে আপনি দান করার অসাধারণ সুযোগ । আমাজনের সাথে এই পার্টনারশীপ আমাদের জন্য নতুন একটি দিগন্ত উন্মোচনের মতো। আমাজনের পুরোনো একাউন্টেই নিচের লিংক ক্লিক করে আমাজন স্মাইল এক্টিভ করা যাবে। তারপর চ্যারিটির লিষ্ট আসবে। সেখান থেকে ইস্টহ্যান্ডসের নাম ইংরেজীতে লিখে সার্চ দিলেই চলে আসবে ইস্টহ্যান্ডসের নাম। সেটা একবার সিলেক্ট করে দিলেই হবে। পরবর্তীতে আমাজন থেকে যা যা শপিং হবে তা থেকে ইস্টহ্যান্ডসে একটি পার্সন্টিজ চলে যাবে।
এছাড়া গুগলে লিখলেই হবে আমাজন স্মাইল। সেখান থেকেও আপনি পুরাতন এ্যাপসের সাথে আমাজন স্মাইল এক্টিভ করতে পারবেন।
https://smile.amazon.co.uk/?ref_=smi_ge_rl_rd_gw

পড়ুনঃ  বিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতে লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন সম্পন্ন

মহাবিশ্বের ‘মৃত্যুর দিন’ জানিয়ে দিলেন বিজ্ঞানীরা — পৃথিবীর জন্য সময় যেন এখন উল্টো দিকে চলছে

সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাহায্যে লন্ডনে বিশেষ সভা অনুষ্ঠিত

আমরা কি ভুল মহাবিশ্বে আছি ?

জানুয়ারি-জুন ২০২৫: সাইবার সহিংসতার উদ্বেগজনক চিত্র প্রকাশ, দ্রুত পদক্ষেপের আহ্বান সিএসডব্লিউসি’র

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন পোর্টসমাউথের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নির্ধারিত সময়ের আগেই ইরান থেকে চার মিলিয়ন আফগানকে দ্রুত বিতাড়ন

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: ২০২৫ সালের প্রথম ছয় মাসে উদ্বেগজনক চিত্র

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসীদের সমস্যা ও সমাধান নিয়ে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত