বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধপত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ১০ ডিসেম্বর শনিবার বিশ্বনাথের পনাউল্লাবাজার হাফিজিয়া মাদরাসা মোহাম্মদীয়া বোর্ডিং ও এতিমখানায় হসপিটালের চেয়ারপার্সন ডা: মোঃ শানুর আলী মামুনের সভাপতিত্বে ও হসপিটালের বিশ্বনাথ উপজেলা চীপ কো-অর্ডিনেটর সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হসপিটালের ফাউন্ডার মেম্বার মুহাম্মদ আলী ছালেক, ডা: শেখ সাবিহা নাসরিন ইভা, ডা: এম এ কুদ্দুছ চৌধুরী, মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদির, বড়তলা দাখিল মাদরাসার সুপার মাওলানা নজমুল ইসলাম।
বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের গর্বের ধন। তারা এলাকার আর্থ সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা এলাকার গরিব জনসাধারনের জন্য বিনামুল্যে চিকিৎসাসেবা দেবার লক্ষ্যে ওয়ান পাউন্ড জেনারেল হটপিটাল নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন এটা নি:সন্দেহে মহৎ এবং উত্তম কাজ। বিশ্বনাথে এ হসপিটাল নির্মিত হলে এলাকার অসুস্থ গরিব মানুষসহ সকলেই চিকিৎসাসেবা পাবেন। এ মহৎ কাজ যারা করে যাচ্ছেন আমরা তাদের অভিনন্দন জানাই।
তারা আরও বলেন, হসপিটাল নির্মাণে কাজ করে যাবার পাশাপাশি করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যেও তারা সহযোগিতা করেছেন, গৃহ নির্মাণ করে দিয়েছেন এবং ধারাবাহিকভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। তাদের এসব কার্যক্রমও প্রশংসার দাবীদার। তারা বিশ্বনাথে হসপিটাল প্রতিষ্ঠাসহ সকল ভালো কাজে সকল মহলের সহযোগিতা কামনা করেন।
দোয়া পরিচালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ সুজন আহমদ।
অনুষ্ঠানে প্রায় শতাধিক রোগীর চিকিৎসাসেবা ও ফ্রি ঔষধপত্র বিতরণ করা হয়।