৫ আষাঢ়, ১৪৩২, ১৯ জুন, ২০২৫, ২২ জিলহজ, ১৪৪৬

মানবাধিকার দিবসে ই আর আইয়ের নানান কর্মসূচি পালিত

১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসের স্মরণে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির উদ্যোগে মানবাধিকার রক্ষায় গণসচেতনা এবং বিশেষ করে বাংলাদেশে মানবাধিকার লংঘন রোধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে Equality-Freedom -Humanity স্লোগানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল বা ই আর আই যুক্তরাজ্যের প্রাণ কেন্দ্র ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারে অন্যান্য আরো মানবাধিকার সংগঠন নিয়ে র‌্যালি এবং “SANCTION HASINA & HER DEATH SQUAD” শিরোনামে গণস্বাক্ষরতা কার্যক্রমের আয়োজন করে |

পার্লামেন্ট স্কয়ার থেকে ১০নং ডাউনিং স্ট্রিট পর্যন্ত উক্ত র‌্যালিতে বিশেষ নেতৃত্বে ছিলেন আমার দেশ পত্রিকার যুক্তরাজ্য শাখার নির্বাহী সম্পাদক সাংবাদিক ওলীউল্লাহ নোমান, প্রফেসর ড. হাসনাত এম হোসেইন এম বি ই, প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার এম এ সালাম,সিটিজেন মুভমেন্ট ইউকের সভাপতি এম মালিক ও তেহরিকে কাশ্মীরের সেক্রেটারি রায়হানা ইয়াসমিন আলী, কাউন্সিলর ওহিদ আহমদ, মেজর অবসরপ্রাপ্ত এ কে এম জাকির হোসাইন |

প্রধান অতিথির বক্তব্যে ড. হাসনাত এম হোসেইন এম বি ই বলেন, বাংলাদেশের মানুষের আজ মানবাধিকার নেই | তেমনি ইউক্রেন, ফিলিস্তিন ও কাশ্মীরসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার ভূলুণ্ঠিত | দুনিয়ার নিপীড়িত ও মানবাধিকার বঞ্চিত মানুষের জন্যই এই দিবসটি ঘোষণা করেছে জাতিসংঘ | এই দিনে ফ্যাসিবাদি সরকার গুলোর ওপর চাপ সৃষ্টি করার জন্য আওয়াজ তুলতে হবে | মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

“SANCTION HASINA & HER DEATH SQUAD” শিরোনামে গণ স্বাক্ষরতা নেয়ার ব্যাপারে ই আর আইয়ের সেক্রেটারি নৌশিন মোস্তারী মিয়া সাহেব বলেন আমরা জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা, বাকস্বাধীনিতা হরণ এবং গুম-খুনের জন্যে দায়ী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা দিতে জাতী সংঘকে অতিসত্বর এই স্বাক্ষরসমূহ সংযুক্তি দিয়ে স্মারকলিপি পেশ করবো |

আমারদেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান অনলাইনে যুক্ত হয়ে সমাপনী বক্তব্যে বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় যেন এই সরকারের ওপর চাপ সৃষ্টি করে এবং মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের বিচার যেন আন্তর্জাতিক আদালতে হয় সে লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখতে হবে।

পড়ুনঃ  বিএনপি ক্ষমতায় গেলে দেশে থাকতে পারব কিনা সন্দেহঃ আব্দুল হান্নান মাসুদ

র‌্যালিতে অংশগ্রহণকারী অন্যান্য মানবাধিকার সংগঠন গুলোর মধ্যে ছিল সিটিজেন মুভমেন্ট ইউকে, সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস, নিরাপদ বাংলাদেশ চাই, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, পিচ ফর বাংলাদেশ, সলিডারিটি ফর হিউম্যান রাইটস ইউকে,ভয়েস ফর জাস্টিস এন্ড রাইটস, অনলাইন এক্টিভিস্ট ফোরাম সহ আরো কয়েকটি সংগঠন |

গণ স্বাক্ষর কর্মসূচি পালনে বিশেষ ভূমিকায় ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ,প্রচার সম্পাদক সায়েম আহমদ,
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ এমদাদুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ওসমান গনি,
সহ-সভাপতি রোকতা হাসান,
সহ-সভাপতি মোঃ আনোয়ারুল আমিন |

তাছাড়া মানবাধিকার সংগঠন গুলোর পক্ষে বিশেষভাবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার আলিমুল হক লিটন, বিপ্লব পোদ্দার,মুসলিম খান, রায়হান উদ্দিন, আবদুল্লাহ আল মোমিন, ডলার বিশ্বাস,মাহিন খান,আবু জাফর আব্দুল্লাহ, মোহাম্মাদ মাসুদুল হাসান,আব্দুল আলিম,মোঃ খাইরুল আলম, এ এ ওয়াহিদুল ইসলাম,ওমর ফারুক, আবু সালেহ,শাহাদাত হোসেন,মোহাম্মদ তারেকুল ইসলাম,আবু শরিফ মোঃ ফরিদ,তানজিনা আক্তার,রুবেল আহমেদ, জিদান, মোহাম্মদ,ফাহিদুল আলম, মেজবা উদ্দিন, মোঃআলতাফ হোসাইন,নাজমুল হাসান খান, হাদিসুর খান, রাজু আহমেদ, আল আমিন,
ফেরদৌসী আক্তার রুনা, নিয়াজ মোর্শেদ, বোরহান উদ্দিন, আশরাফুল হক, মেজবাহ উদ্দিন, এরশাদুল হক, মো সালমান হোসেন মারজান, নন্দন কুমার দে,মামুন আব্দুল মান্না প্রমুখ |

“ক্লাব ‘৮৫ ইউকে”এর বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত

ইরানের শীর্ষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা: ইসরায়েলি F-35 ভূপাতিত করা বাভার ৩৭৩ কতটা কার্যকর?

লন্ডনে মুদাব্বির হোসেন মুনিম রচিত গ্রন্থ ‘হৃদয়ে হৃদয়েজিয়াউর রহমানের ছোঁয়া’র মিডিয়া লঞ্চিং অনুষ্ঠিত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের গুরুত্বপূর্ণ পারমানবিক গবেষণা কেন্দ্র ধ্বংশ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে প্রাণহানি ও ধ্বংস: মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে

ইসরায়েলের সামরিক হামলা ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়াল: পরমাণু বিজ্ঞানীদের হত্যা

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম ইউকে* ও সমমনা ইসলামী দল সমুহ 

জমিয়তে উলামার ঐতিহাসিক কোরবানীর বিনিময়ে আজ আমরা স্বাধীন