লন্ডন, ১৫ ডিসেম্বর : লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, বাংলাদেশ সেন্টার লন্ডন এর কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির অন্যতম সদস্য, ৫২ বাংলা টিভি’র লন্ডন কো-অর্ডিনেটর এবং জানালা অনলাইনের প্রতিষ্ঠাতা সাদিক রহমানের মাতা সুফিয়া খানমের মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ইউরোবাংলার সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বিসিএ এর প্রেস ও পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসনে টিপু, যুক্তরাজ্য থেকে প্রচারিত অনলাইন টিভি ও পোর্টাল ৫২বাংলা(52banglatv.com) পরিবারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, সুফিয়া খানম গত ১৪ ডিসেম্বর বুধবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে সিলেট শহরের রায়নগর মিতালী আবাসিক এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ৬ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার গ্রামের বাড়ি বিয়ানী বাজার উপজেলার পুর্ব মুড়িয়ার নওয়াগ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন । বৃহস্পতিবার বাদ জোহর নামাজে শেষে মরহুমাকে গ্রামের পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়েছে।

মরহুমার ছেলে সাদিক রহমান তাঁর মায়ের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে