Site icon ইউরোবাংলা

সাবেক কাউন্সিলর কবি শাহ সোহেল আমিনকে নিজ ইউনিয়নবাসীর সংবর্ধনা

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক দিনে ওয়ান পাউন্ড হসপিটালের অন্যতম ট্রাষ্টি এট প্রেস এন্ড মিডিয়া, লন্ডন বরা অফ টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলর কবি ও গীতিকার শাহ সোহেল আমিনকে প্রদান করা হয় সংবর্ধনা। ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের উদ্যোগে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।


রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এবং বিশ^নাথ ক্রিকেট এসোসিয়েশন সভাপতি আরব শাহর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লন্ডন বরা অফ টাওয়ার হ্যামলেটস এর ফর্মার কাউন্সিলর কবি ও গীতিকার শাহ সোহেল আমিন।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, জামাল উদ্দিন মেম্বার, এনামুল হক বিজয়, আসাদ আহমদ।
বক্তারা বলেন, সমাজে গুণীজনদের সম্মান প্রদান করা হলে সেখানে গুণীজনদের জন্ম হয়। কবি ও গীতিকার শাহ সোহেল আমিন রামপাশা ইউনিয়নের অহংকার। যিনি বাংলাদেশে উচ্চ শিক্ষা অর্জন করার পাশাপাশি বিলেতেও উচ্চর ডিগ্রি অর্জন করে নিজ মেধা ও যোগ্যতাবলে লন্ডন বরা অফ টাওয়ার হ্যামলেটস এর গুরুত্বপূর্ণ এলাকায় ভোটের মাধ্যমে কাউন্সিলর নির্বাচিত হয়ে দেশের সুনাম আরও বৃদ্ধি করেন। তাঁর এ অগ্রযাত্রায় আমরা এলাকাবাসীও সম্মানিতবোধ করছি। তারা আরও বলেন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ইউনিয়নের প্রবাসী গুণীজনদের আরও সংবর্ধনা দিয়ে সম্মানিত করা হবে।
আলোচনা সভা শেষে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট উপহার দেয়া হয়।

বার্তা প্রেরক
নাজমুল ইসলাম মকবুল
সিলেট
০১৭১৮৫০৮১২২

Exit mobile version