কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ব লন্ডনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট ইসলাম উদ্দীন-এর সভাপতিত্বে গত ২৭ মার্চ বারাকা ইটারী রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মামুনুর রসিদের সঞ্চালনায় প্রথমে পবিত্র কালামুল্লাহ শরিফ থেকে তেলাওয়াত করে শিশু তানজিল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হেমলেটের কাউন্সিলর সাফি আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (যুক্তরাজ্যস্থ) আন্তর্জাতিক সম্পাদক মহিদুর রহমান ও বাংলাদেশ থেকে আগত মাওলানা মাতাব উদ্দিন।
 

মহতি ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, লেখক ও সাংবাদিক খান জামাল নুরূল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি রেজাউল ইসলাম খান, প্রাক্তন সভাপতি ফারুক আহমদ, কাউন্সিলর সাবিনা আক্তার, ট্রেজারার সুয়েল আহমেদ-সহ আরও অনেকে।
এছাড়াও যুক্তরাজ্যস্থ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ অ্যাসোসিয়েশনের ৬০/৭০জন সদস্য উপস্থিত ছিলেন।
বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা রেজাউল ইসলাম। বিজ্ঞপ্তি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে