টাওয়ার হ্যামলেটস, হ্যাকনি এবং ইসলিংটন জুড়ে ড্রাগ লাইন পরিচালনাকারী মাদক ব্যবসায়ীদের প্রায় ২০ বছর কারাদন্ড দেওয়া হয়েছে।
২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জুনের মধ্যে ‘আইস’ ড্রাগ লাইন চালানোর জন্য এই চক্রটিকে দোষী সাব্যস্ত করা হয়।
জানুয়ারি ও ফেব্রুয়ারি জুড়ে আদালতে পাঁচ সপ্তাহের বিচার শেষে টাওয়ার হ্যামলেটসের সুহান আহমেদ (২৪), নাসির আহমেদ (২৪) ও সুমন মিয়াকে (২৫) পুলিশি তদন্ত শেষে দোষী সাব্যস্ত করা হয়।
পুলিশ ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যৌথ অভিযান ‘অপারেশন কন্টিনিউম’-এর অংশ হিসেবে এই সাজা দেওয়া হয়েছে।
সেন্ট্রাল ইস্ট বিসিইউ’র ডিসিআই শন লিয়নস বলেন, ‘সেন্ট্রাল ইস্ট পুলিশ সহিংসতায় আক্রান্ত সকল মানুষকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সহিংস অপরাধের সঙ্গে যুক্ত মাদকের ব্যবহার ও সরবরাহ বন্ধ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
“আমরা বারার বিভিন্ন কমিউনিটি এবং অংশীদারদের সাথে কাজ চালিয়ে যাব। একই সাথে ডাইভার্সন, চিকিত্সা এবং সহায়তার প্রয়োজনীয়তার মধ্যে ভারসাম্য বজায় রাখব।
মাদক সরবরাহ এবং সহিংসতার মধ্যে যোগসূত্র খুব স্পষ্ট এবং আমরা এই অপারেশনগুলি অব্যাহত রাখতে এবং দায়ীব্যক্তিদের আদালতের সামনে উপস্থাপন করতে যত বেশি তৎপরতা চালাতেপারি, লন্ডনের বাসীন্দাদেরর জন্য তা ততভাল।
বৃহস্পতিবার (৩০ মার্চ) স্ন্যায়ারসব্রুক ক্রাউন কোর্টে টাওয়ার হ্যামলেটসের অ্যারো রোডের সুমন মিয়াকে (২৫) ক্র্যাক-কোকেইন সরবরাহের ষড়যন্ত্র, হেরোইন সরবরাহের ষড়যন্ত্র এবং অপরাধমূলক সম্পত্তি দখলের দায়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
একই অভিযোগে কিলিক ওয়ে এলাকার নাসির আহমেদকে (২৪) সাড়ে সাত বছরের এবং স্টেপনি ওয়ে এলাকার সুহান আহমেদকে (২৪) পাঁচ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।