Home ইউকে বারার সব সেকেন্ডারি বাচ্চাদের ফ্রি স্কুল মিল দেবে টাওয়ার হ্যামলেটস

বারার সব সেকেন্ডারি বাচ্চাদের ফ্রি স্কুল মিল দেবে টাওয়ার হ্যামলেটস

249
0

ছবি স্বত্বঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

ইউরো বাংলাঃ টাওয়ার হ্যামলেট কাউন্সিল ইংল্যান্ডে প্রথম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সর্বজনীন বিনামূল্যে স্কুল খাবারের তহবিল গঠন করতে চলেছে। সেপ্টেম্বর থেকে এই প্রকল্পটি চালু হবে। এর ফলে বছরে পরিবার গুলো শিশু প্রতি ৫৫০ পাউন্ড সাশ্রয় করতে পারবে।

টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান এটিকে ‘যুগান্তকারী পরিকল্পনা’ বলে অভিহিত করেছেন। কাউন্সিল ২০১৪ সাল থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বিনামূল্যে স্কুল খাবারের অর্থায়ন করেছে। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি প্রসারিত করতে ২০২৩/২৪ সালের বাজেটে ৫.৭ মিলিয়ন পাউন্ড বরাদ্ধ করা হয়েছে।

মিঃ রহমান আশা করেন যে নতুন প্রকল্পটি বারার তরুণদের স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করবে। তিনি আরও বলেন, “এটি পরিবারের খাদ্য নিরাপত্তাহীনতার শঙ্কা হ্রাস করতে এবং স্বাস্থ্য বৈষম্য হ্রাস করতে ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবারগুলির সময় এবং অর্থের সাশ্রয় হবে।

ডেপুটি মেয়র ও শিক্ষা বিষয়ক মন্ত্রিপরিষদ সদস্য মাইয়ুম তালুকদার বলেন, তরুণদের সাফল্যের হাতিয়ার দেওয়ার জন্য কাউন্সিলের অঙ্গীকারের অংশ হিসেবে এই প্রকল্প চালু করা হয়েছে।

এটি তিনটি ধাপে চালু করা হবে, আগামী বছরের এপ্রিলের মধ্যে বারার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩৮,০০০ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল খাবারের অ্যাক্সেস পাবে।

পড়ুনঃ  ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারে গুম দিবসে মানকবাধিকার কর্মীদের মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here