আজ ২৮শে মে ২০২৩ তারিখে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামাল নুরুল ইসলাম খানের সঞ্চালনায় উডেনহাম সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, মাওলানা রফিক আহমেদ রফিক, মোঃ ফারুক মিয়া, সলিসিটর ইয়াওর উদ্দিন, কোষাধক্ষ্য আফসার উদ্দিন, সৈয়দ জহিরুল হক, ইসলাম উদ্দিন, শায়খ মানোয়ার হোসেন প্রমুখ।
সর্বসম্মতিক্রমে আগামী জুলাই মাসের ১০ হইতে ২০ তারিখের ভিতরে অভিষেক অনুষ্ঠান করা এবং এসোসিয়েশনের অফিস নেয়ার জন্য ফান্ডরাইজিং করার জন্য নির্দিষ্ট চাঁদার মাধ্যমে আজীবন সদস্য সংগ্রহ করার সিদ্ধান্ত গৃহীত হয়। অভিষেক অনুষ্ঠানে ম্যাগাজিন প্রকাশ করার জন্য সলিসিটার মোহাম্মদ ইয়াওর উদ্দিনকে আহবায়ক করে সাত সদস্য কমিটি গঠন করা হয়।
মৌলভীবাজার জেলার প্রথম নোটারীপাবলিক ,বিশিষ্ট লেখক ,গবেষক ও ইতিহাসবিদ সৈয়দ জয়নাল আবেদীনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়, ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কুরআন খানি ও দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিক আহমেদ রফিক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে