৭ মার্চ-২৩ইং মঙ্গলবার সিলেট সিটি ক্লাব ইউকের নতুন কমিটির [২০২৩-২০২৫) বর্ণিল অভিষেক অনুষ্ঠান লন্ডনে একটি হলে অনুষ্ঠিত হয়। এর আগে সিলেট সিটি ক্লাব ইউকের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ২৫ অক্টোবর ২২ইং মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়৷ ক্লাবের সিনিয়রদের নিয়ে গঠিত ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির পর্যালোচনা এবং মনোনয়ন প্রক্রিয়া শেষে সকল সদস্যদের মতামতে আবুবকর ফয়েজী সুমনকে সভাপতি ও তোফায়েল বাসিত তপুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যর আংশিক কমিটি গঠন করা হয়।

পরে সিলেট সিটি ক্লাব ইউকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ৷ এতে ফয়েজী সুমনকে সভাপতি, তোফায়েল বাছিত তপুকে সাধারণ সম্পাদক রাখা হয়।
কমিটির অন্যরা হলেন— সিনিয়র সহ সভাপতি সেলিম হোসেইন, সহ সভাপতি মুবিন চৌধুরী ময়না, সহ সভাপতি শামসুল ইসলাম আমিন, সহ সভাপতি সৈয়দ জাবেদ ইকবাল, সহ সভাপতি মশিউর রহমান সোহেল, সহ সভাপতি আশরাফ গাজী, সহ সভাপতি শাহনাজ আহমদ, সহ সভাপতি সৈয়দ শহীদ আহমদ, সহ সভাপতি শিপার আহমদ বাবলা, সহ সভাপতি আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, সহ সভাপতি ছালেহ আহমদ জিলান, সহ সভাপতি শহীদুল ইসলাম মামুন, সহ সভাপতি সালেহ গজনবী, সহ সভাপতি ফাহিম আনোয়ার বাপ্পী, সাধারণ সম্পাদক তোফায়েল বাছিত তপু, সহ সাধারণ সম্পাদক তপ শেখ সহসাধারণ সম্পাদক সুজাত আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়ামিনুর রহমান রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক রফি চৌধুরী শিবা, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ (লুটন), সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির সমসু, অর্থ সম্পাদক আব্দুল্লাহ রহিম বাপন, সহ-অর্থ সম্পাদক সামসুল আলম জিহাদ, সহ অর্থ সম্পাদক মিকদাদ খাঁন, প্রচার সম্পাদক এমরান আহমদ (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা), সহ প্রচার সম্পাদক মাহমুদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক এলাহী বক্স এনাম (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা), সহ সাংস্কৃতিক সম্পাদক কামাল চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক জিয়া ইসলাম জিয়া, মেম্বারশীপ সম্পাদক মহান চৌধুরী, সহ মেম্বারশিপ সম্পাদক রাজিব আহমদ, ধর্ম সম্পাদক মোশ্তাক আহমদ, সহ ধর্ম সম্পাদক নাসিম আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক আমির খসরু, সহ যুব ও ক্রীড়া সম্পাদক, শাহান চৌধুরী, দপ্তর সম্পাদক সুহেল আহমদ, সহ দপ্তর সম্পাদক জালাল মিনটু, সহ দপ্তর সম্পাদক সালাউদিদন মামুন, তথ্য বিষয়ক সম্পাদক, ফাহিম আহমদ, সহ তথ্য বিষয়ক সম্পাদক লায়েক আহমদ চৌধুরী, আন্তজাতিক সম্পাদক আব্দুল মুমিন, সহ আন্তর্জাতিক সম্পাদক জিলহাদ উদ্দিন, মহিলা সম্পাদিকা, সেগুপ্তা আহমদ, সহ মহিলা সম্পাদিকা রেহেনা বেগম, সহ মহিলা সম্পাদিকা কুইন।

সদস্যবৃন্দ হলেন— জাকির হোসেন, শাহিন মোস্তুফা, শামসুল হক মিলু, সরকুম মো:খালেদ আহমদ মুক্তা, তাজ আহমদ, রিজভী রহমান বাপ্পী, জাহির চৌধুরী বাবর, সাবের চৌধুরী মহসিন, সৈয়দ আসাদ হক, জহির উড্ডিন লাকী, উবেদ খান, আনজুম আলম, মোস্তাক খান মজনু, আহাদ চৌধুরী বাবু, নুৰুল আমিন খোকা, তোফায়েল আরবী মামুন, মুরাদ আহমদ, আহাদুর রহমান সুহেল, নাছিম আহমদ চৌধুরী, মহিউদ্দিন আহমদ আলমগীর, আসাদুজ্জামান আহমেদ, মিসবাহুজ্জামান সুহেল , মো: আশরাফ,  খসরুজ্জামান, কামরান আহমদ (লুটন), জাবেদ আহমদ, জাবেদ কাদির, সাঈদ আহমদ, জাহাঈীর আহমদ।

সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন যথাক্রমে — পাশা খন্দকার, নজরুল ইসলাম বাসন, সাবুল শামসুজ্জামান, মাহমাদুর রহমান মতিন, মাসুক আহমদ, জিয়ার আহমদ, সাদিক আহমদ, শাহিন আহমদ, আবুল কালাম, বদরুল আলম খান পাপ্পু, দেলওয়ার আহমদ, শায়েক আহমদ সওদাগর।—বিজ্ঞপ্তি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে