সমালোচনা এবং বিতর্কিত কর্মকাণ্ড পিছু ছাড়ছে না রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এবার বিমানের ফ্লাইটে এক কেবিন ক্রু বিজনেস ক্লাসের এক নারী যাত্রীকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক নারী যাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে কেবিন ক্রু লুৎফর রহমান ফারুকিকে (বাবু) সাময়িক বরখাস্ত করা হয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শফিউল আজিম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়েছে।বৃহস্পতিবারের ওই আদেশে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক) অভিযোগ করেন যে, আপনি ওই ফ্লাইটে তার সাথে অশোভন আচরণ করেছেন এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়েছেন। আপনার এ ধরনের কার্যকলাপে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ হয়েছে, যা বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯-এর ৫৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন আপনি প্রধান কার্যালয়, বিমান, বলাকা, ঢাকায় নিয়মিত হাজিরা দেবেন এবং আপনার বর্তমান ঠিকানায় অবস্থান করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।বরখাস্তের বিষয়ে জানতে চাইলে বিমানের এমডি শফিউল আজিম সাংবাদিকদের বলেন, তাকে আপাতত চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে, তদন্তের পর তার অপরাধ যদি ফৌজদারি মনে হয় তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা করবে বিমান।উল্লেখ্য, বিমান কর্তৃপক্ষের কাছে জমা দেয়া অভিযোগে বিজনেস ক্লাসের ওই নারী যাত্রী উল্লেখ করেন, চলতি মাসের ১১ জুলাই বিমানের বিজি-৩৫১ ফ্লাইটে সিলেট থেকে বিজনেস ক্লাসে একা শারজায় যাচ্ছিলেন। রাত ৮টায় ফ্লাইট যাত্রা শুরু করে। এরপর থেকে ওই নারী শিক্ষার্থীকে একা পেয়ে নানা অশ্লীল ও যৌন উত্তেজক কথাবার্তা শুরু করেন ওই ফ্লাইটের চিফ পারসার লুৎফর রহমান ফারুকী। একপর্যায়ে কেবিনের লাইট নিভিয়ে পাশের সিট ফাঁকা থাকায় সেখানে তিনি বসে পড়েন। এ সময় তাকে সামনে অন্ধকার জায়গায় গিয়ে বসার প্রস্তাব দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়াও অভিযুক্ত ফ্লাইট পার্সার ওই যাত্রীকে বলেন, শারজাহতে তিনি এসিটি হোটেলে থাকবেন। নারী যাত্রীকে সেই হোটেলে আসার কুপ্রস্তাবও দেন তিনি। ফ্লাইটের শেষের দিকে বিমানের একজন নারী কর্মী বিজনেস ক্লাসে এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং ওই ফ্লাইট পার্সার আচরণ বদলে ফেলেন বলেও চিঠিতে লিখেছেন নারী যাত্রী। এর পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই বাবুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিমান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে