বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুবক্তা, আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন লন্ডনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।  মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়‍্যার, কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস, সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউ কে, নিরাপদ বাংলাদেশ চাই ইউকেসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিবৃতিতে শোক প্রকাশ করা হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহর দরবারে মরহুমের জন্য দুআ ও জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন। এক যৌথ শোকবার্তায় মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের (এমসিএ) কেন্দ্রীয় সভাপতি শায়খ মুসলেহ ফারাদি ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ বলেন, আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত, আল্লাহ উনার কুরআনের খিদমতকে কবুল করুন। আমরা তাকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। এই কঠিন সময়ে আল্লামা সাঈদীর শোকসন্তপ্ত পরিবার, ভক্ত ও অনুসারীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আল্লামা সাঈদীর ইন্তেকালের ফলে ইসলামী শিক্ষার ক্ষেত্রে নিঃসন্দেহে এক শূন্যতা সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হবে না।”এমসিএ নেতৃবৃন্দ আরও বলেছেন, “আল্লামা সাঈদী ছিলেন অনুপম গভীর অন্তর্দৃষ্টি, পাণ্ডিত্যের গভীরতা এবং আলোকিত প্রকাশের স্বাচ্ছন্দ্যের অধিকারী প্ররোচিত, বলিষ্ঠ এবং সুপণ্ডিত বক্তা। তাঁর মৃত্যুতে আমরা একজন মহান দাঈ ও মুফাসসিরকে হারালাম, যাঁর অনুপস্থিতি। সাঈদী সাহেবের মৃত্যুতে পৃথিবী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, ইসলামী শিক্ষার বৃত্তে ব্যাপকভাবে অনুভূত হবে, যদিও তিনি তার বক্তৃতা ও লেখার মাধ্যমে যে রত্নগুলি রেখে গেছেন তা আগামী বছর ধরে মানুষকে পথ দেখাতে থাকবে।” আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী রহ. বাংলাদেশসহ বিশ্ব ইসলামী অঙ্গনের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন। এই প্রখ্যাত আলেমে দ্বীন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন। বিশ্ববরেণ্য ও জননন্দিত এই ইসলামী চিন্তাবিদের দাওয়াতী খেদমতের গন্ডী শুধু দেশের মাঝেই সীমাবদ্ধ ছিলো না। আমরা তার ইন্তিকালে অত্যন্ত ব্যথিত ও গভীরভাবে শোকাহত।

আল্লামা সাঈদীর ইন্তেকালে ব্রিটেনের প্রাচীনতম ইসলামি সংগঠন দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়‍্যারের কেন্দ্রীয় আমীর হাফেজ মাওলানা আবু সায়ীদ ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মারফত আলী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় বলেন, মরহুম আল্লামা সাঈদী ইসলাম প্রচারের জন্য বিশ্বব‍্যাপী আজীবন কাজ করেছেন। তাঁর ইন্তেকালে তাঁরা গভীর ভাবে শোকাহত। তাঁর বিদায়ে বাংলাদেশ তথা গোটা মুসলিম উম্মাহ একজন নির্ভীক ইসলামি আন্দোলনের এক নক্ষত্রকে হারালো এবং তাঁর অভাব সহজে পূরণ হবার নয়। দাওয়াতুল ইসলামের নেতৃবৃন্দ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাহত পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন এবং বিশ্বব‍্যাপী অগনিত ভক্তবৃন্দের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

টাওয়ার হেমলেট্স কাউন্সিল এলাকার মসজিদ পরিচালনার সাথে সংশ্লিষ্ট ৫৯টি মসজিদ ও ইসলামিক প্রতিস্টানের প্রতিনিধিদের সংগঠন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক ও ট্রেজারার মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল বিবৃতিতে বলেন, আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী ছিলেন আলকোরআনের এক বিপ্লবী কন্ঠ ও দ্বীনের এক একনিষ্ঠ দায়ী । তিনি অত্যন্ত প্রান্জল ভাষা ও মনোমুগ্ধকর উপস্থাপনায় আলকোরআনের যুগোপযোগী তাফসির করতেন। মানুষ মন্ত্র মুগ্ধের মতো তাঁর তাফসির শুনতে মাহফিলে যোগদান করতো। হাজারো লাখো পথহারা মানুষ তাঁর তাফসির শুনে দ্বীনের পথে তাদের জীবনের গতিপথ খুঁজে পেয়েছে।
নেতৃবৃন্দ আল্লামা সাঈদীর মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।দ্বীনের জন্য তাঁর যাবতীয় খিদমাত কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে মর্যাদার আসন দানের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউ কে এর সভাপতি মাওলানা আবদুল কাদির সালেহ ও সাধারন সম্পাদক মাওলানা হেলাল উদ্দীন আহমদ বিবৃতিতে বলেন, আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী ছিলেন আলকোরআনের এক বিপ্লবী কন্ঠ ও দ্বীনের এক একনিষ্ঠ দায়ী । তিনি অত্যন্ত প্রান্জল ভাষা ও মনোমুগ্ধকর উপস্থাপনায় আলকোরআনের যুগোপযোগী তাফসির করতেন। মানুষ মন্ত্র মুগ্ধের মতো তাঁর তাফসির শুনতে মাহফিলে যোগদান করতো। হাজারো লাখো পথহারা মানুষ তাঁর তাফসির শুনে দ্বীনের পথে তাদের জীবনের গতিপথ খুঁজে পেয়েছে। অসংখ্য ঈমানহারা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে।আল্লাহ তাঁকে এক অনন্য বাগ্মিতা ও সূর লহড়ী দান করেছিলেন। ওয়াজ ও বয়ানের ময়দানে সাঈদী রাহি.-এর শূন্যতা পূরন হওয়ার নয়। নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খানের ও সহ সাংগঠনিক সম্পাদক মির্জা এনামুল হক আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের জন্য মাগফিরাত কামনা করে এবং জান্নাতে তার মর্যাদা বৃদ্ধির দো’আ করে যৌথ বিবৃতি দিয়েছেন। তিনি জাতীয় সংসদে শিরকী প্রথার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। সমাজ সেবায়ও তার অসংখ্য ভূমিকা রয়েছে। দেশ বিদেশে তার অগণিত ভক্ত রয়েছে। তিনি কারাবন্দী অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন। তার ইন্তিকালে জাতি একজন ইসলামী স্কলার ও কুরআনের খাদেমকে হারিয়েছে । যা পূরণ হবার নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে