Site icon ইউরোবাংলা

মালয়েশিয়ার নির্বাচনে বিরোধী দলের চ্যালেঞ্জ মোকাবেলা করলেন আনোয়ার


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ক্ষমতাসীন জোট রাজ্য নির্বাচনে বিরোধী জোটের চ্যালেঞ্জ প্রতিহত করেছে। বিশ্লেষকরা বলছেন, এই জয় তাকে ইসলামিক দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ক্ষমতা সংহত করার জন্য সময় দেবে।
শনিবারের ছয়টি রাজ্যে ভোট আনোয়ারের জন্য সবচেয়ে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল।গত বছরের নভেম্বরে সাধারণ নির্বাচনের পর ঐক্যবদ্ধ সরকারের প্রধান হিসেবে তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়।
রাজ্য বিধানসভার সদস্যদের নির্বাচন সংসদে আনোয়ারের বর্তমান দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ওপর কোন প্রভাব ফেলবেনা।
তবে, এটি আনোয়ারের সমর্থনের ব্যারোমিটার হিসাবে ব্যাপকভাবে দেখা হয়েছিল। আনোয়ার সংখ্যাগরিষ্ঠ মালয়দের মোকাবেলায় সংখ্যালঘু সম্প্রদায়কে দেশের সকল ক্ষেত্রে আরো বেশী প্রতিনিধিত্ব নিশিত করার জন্য কাজ করছেন।
নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, আনোয়ারের পাকাতান হারাপান জোট সেলাঙ্গর, পেনাং এবং নেগেরি সেম্বিলান রাজ্যে জয় লাভ করেছে, অপর তিনটি রাজ্যে জিতেছে বিরোধী জোট পেরিকাতান নাসিওনাল যারা মালয়দের প্রাধান্যে বিশ্বাসী।

Exit mobile version