বাড়ি বিশ্ব ভুয়া ‘ম্যাজিক মানি’ কেলেঙ্কারির শিকার ইন্দোনেশিয়ানরা

ভুয়া ‘ম্যাজিক মানি’ কেলেঙ্কারির শিকার ইন্দোনেশিয়ানরা

78
0

ইন্দোনেশিয়ার তিন সন্তানের জননী আসলেম দুবাইয়ে গৃহকর্মী ছিলেন।  তিনি একজন স্বঘোষিত শামানকে নগদ অর্থ দেন, এই বিশ্বাসে যে তিনি তার কষ্টার্জিত মজুরি জাদুকরীভাবে বহুগুণ করে দেবেন।

কিন্তু দেশে ফিরে এসে দেখেন তার আজীবনের  সঞ্চয় একজন প্রতারক খেয়ে ফেলেছে। ওই ব্যাক্তি এখন জালিয়াতি এবং ৯জনকে হত্যার দায়ে বিচারের সম্মুখীন।

পশ্চিম জাভার কারাওয়াংয়ের একটি প্রত্যন্ত গ্রামে নিজের জরাজীর্ণ বাড়ি থেকে ৪২ বছর বয়সী আসলেম বলেন, “আমার কাছে এখন কিছুই নেই।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার জনসংখ্যার প্রায় ১০ শতাংশ দারিদ্র্যসীমার নীচে বাস করে। কেউ কেউ শামানদের ঐতিহ্যবাহী নিরাময়কারী হিসাবে দেখেন।

আসলেম বেশ কয়েকজন ইন্দোনেশিয়ানদের মধ্যে একজন। আধ্যাত্মিক ব্যক্তিত্ব বলে দাবি করা  মানুষদের  ছোট বিনিয়োগকে প্রচুর সম্পদে পরিণত করার প্রতিশ্রুতি বিশ্বাস করে তারা প্রতারিত হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে