কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর কো অর্ডিনেটার মোহাম্মদ আসলাম উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, সেক্রেটারি হিরা ইসলাম ও ট্রেজারার মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল। নেতৃবৃন্দরা উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসমতপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহ পাক যেন তাহার সকল গুনাহখাতা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং পরিবার পরিজনদের ছবর করার তৌফিক দান করুন। আমিন

গত এক বছর যাবত মোটর নিউরন ডিজিজ (MNDs) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯,১৫ দিকে তিনি পূর্ব লন্ডনের বো এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েলে লন্ডনের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তিনি সারাজীবন একজন দায়ী ইলাল্লাহর দায়িত্ব পালন করে গেছেন নিরলস ভাবে। বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ মোহাম্মদ আসলাম উদ্দিন। লন্ডনে ইসলামের প্রচার—প্রসার এবং অমুসলিমদের কাছে ইসলামের মহানবানী পৌছে দিতে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি টাওয়ার হেমলেটস কাউন্সিল এলাকায় ৫৯টি মসজিদ ও ইসলামিক প্রতিস্টানের প্রতিনিধিদের সংগঠন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর একজন সক্রিয় কো অর্ডিনেটারের দায়িত্ব পালন করেন। তাহার দ্বারা অনেক মসজিদ মাদ্রাসার মানুষ উপকৃত হয়েছেন। তিনি মসজিদ কমিটির সদস্য ও ইমামদের নিয়ে বিবিন্ন প্রকার শিক্ষনীয় ট্রেনিং ও অন্যান্য কাজে এগিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সমাজ সেবায়ও তার অসংখ্য ভূমিকা রয়েছে। দেশ বিদেশে তার অগণিত ভক্ত রয়েছে। তিনি ছিলেন একজন নিরহংকারী এবং অত্যন্ত বিনয়ী ও সাদাসিদে মানুষ। তার ইন্তিকালে জাতি একজন ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ, সমাজসেবক ও কুরআনের খাদেমকে হারিয়েছে । যা পূরণ হবার নয়। আল্লাহ তাআলা তার সকল কর্মের যথাযথ প্রতিদান দান করুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে