Site icon ইউরোবাংলা

ইসরাইলকে সমর্থন করায় ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ আরব প্রকাশকরা

হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে ইসরায়েলপন্থী অবস্থানের কথা উল্লেখ করে ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকে সরে এসেছে মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে মালয়েশিয়ার মন্ত্রণালয় বলেছে, তারা ফিলিস্তিনে ইসরায়েলের সহিংসতার সঙ্গে আপস করবে না, যা স্পষ্টতই আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন। বিশ্বের সর্ববৃহৎ বইমেলায় ফিলিস্তিনি লেখিকা আদানিয়া শিবলির সম্মানে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করার প্রেক্ষিতে মালয়শিয়া এই সিদ্ধান্ত নেয়।

সপ্তাহান্তে, বইমেলার পরিচালক জুয়ের্গেন বুস “হামাসের  কথিত বর্বরোচিত সন্ত্রাসী যুদ্ধের” পরিপ্রেক্ষিতে “ইসরায়েলি এবং ইহুদি কণ্ঠস্বরকে আমাদের মঞ্চে অতিরিক্ত সময় দেওয়ার” পরিকল্পনার বিশদ বিবরণ দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছিলেন এবং “ইসরায়েলের পক্ষে সম্পূর্ণ সংহতি” প্রকাশ করেছিলেন। মঙ্গলবার গার্ডিয়ানের সঙ্গে শেয়ার করা এক বিবৃতিতে বুস বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনের লাখ লাখ নিরীহ মানুষ এই ভয়াবহ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মালয়েশিয়ার মন্ত্রণালয় বলেছে, ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলা এই উৎসব থেকে সরে আসার সিদ্ধান্ত ‘ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং পূর্ণ সমর্থন প্রদানের সরকারের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ফিলিস্তিনি অধিকারের সোচ্চার সমর্থক।  সোমবার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, পশ্চিমা কর্মকর্তারা মালয়েশিয়াকে বারবার বৈঠকে জঙ্গি গোষ্ঠী হামাসের নিন্দা জানাতে চাপ দিয়ে যাচ্ছে।  কিন্তু তার সরকার তাদের ‘চাপের মনোভাবের’ সঙ্গে একমত নয়।

ইন্দোনেশিয়ান পাবলিশার্স অ্যাসোসিয়েশন (ইকাপি) সোমবার মেলার অবস্থানের নিন্দা জানিয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি আরিস হিলমান নুগ্রাহা বলেছেন, “ফিলিস্তিনি জনগণের দুর্দশা ভুলে গিয়ে ইসরায়েলের পাশে দাঁড়ানো মানে কেবল একটি বই পড়ার মতো, যাতে মনে হয় আপনি পুরো বিশ্বকে বোঝেন,”। ইকাপি ২০২৩ সালের ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণ বাতিল করেছে।  উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়নি এবং বেশ কয়েকটি ইভেন্টও বাতিল করেছে।

আরব পাবলিশার্স অ্যাসোসিয়েশন, এমিরেটস পাবলিশার্স অ্যাসোসিয়েশন এবং শারজাহ বুক অথরিটিও মেলা থেকে সরে এসেছে। সোমবার বুস বলেন, ‘আরব অঞ্চলের কিছু প্রকাশক এবারের মেলায় তাদের অংশগ্রহণ প্রত্যাহার করে নেওয়ায় আমরা দুঃখিত।

“ফ্রাঙ্কফুর্ট বইমেলা সারা বিশ্বের মানুষের শান্তিপূর্ণ মিলনের প্রতীক। শুরু থেকেই বইমেলা সবসময় মানবতাকে সামনে এনেছে এবং এর ফোকাস সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আলোচনার দিকে। “মত প্রকাশের স্বাধীনতা আমাদের প্রকাশনা শিল্পের মেরুদণ্ড। এটি ফ্রাঙ্কফুর্ট বইমেলার ডিএনএতে রয়েছে এবং এটিই মেলার মূল সুর। আমরা প্রাকশকদের সিদ্ধান্তসম্পর্কে মন্তব্য করতে পারি না, তবে আমাদের প্ল্যাটফর্মসর্বদা সারা বিশ্বের লেখক, প্রকাশক, অনুবাদক এবং সাহিত্য অনুরাগীদের জন্য উন্মুক্ত। অবশ্যই, ফ্রাঙ্কফুর্ট বইমেলা ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয় কণ্ঠস্বরের জন্য একটি প্ল্যাটফর্ম।

ফিলিস্তিনি বংশোদ্ভূত ঔপন্যাসিক শিবলী ২০২৩ সালের লিবেরাতুরপ্রিস পুরস্কার পাওয়ার কথা ছিল, যা বিশ্বব্যাপী দক্ষিণের নারী লেখকদের দেওয়া বার্ষিক পুরস্কার। তবে শুক্রবার লিটপ্রম – এই পুরষ্কার পরিচালনাকারী সংস্থা এবং যার সভাপতি  হচ্ছেন বুস – বলেছে যে তারা “হামাসের শুরু করা যুদ্ধের কারণে অনুষ্ঠানটি স্থগিত করবে। কারন এর ফলে  ইসরায়েল এবং ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ ভুগছে”। যদিও সমিতি এই সিদ্ধান্তকে যৌথ সিদ্ধান্ত হিসাবে চিহ্নিত করেছে, শিবলির সাহিত্য সংস্থা গার্ডিয়ানকে বলেছে যে লেখকের সম্মতি ছাড়াই  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক হাজারেরও বেশি লেখক ও প্রকাশক লিটপ্রমের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন এবং সোমবার পেন আমেরিকা অ্যাসোসিয়েশনকে এই পদক্ষেপটি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। পেন -এর চিফ প্রোগ্রাম অফিসার ক্লারিস রোজাজ শরীফ বলেন, “সংঘাতের মধ্যেও সাহিত্য সংগঠনগুলোর উচিত মত প্রকাশের স্বাধীনতা ও বহুত্ববাদের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা।

Exit mobile version