লন্ডন, ৩০ অক্টোবর ২৩ : লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, টিভি ওয়ানের ক্রিয়েটিভ ডাইরেক্টর মোঃ আব্দুস সাত্তার মিশুর মাতা আমিনা বেগম’র মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, আমিনা বেগম ২৬ অক্টোবর, বৃহস্পতিবার ২:৩০ মিনিটে দিল্লি, ইন্ডিয়াতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর । তিনি স্বামী, ৩ ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার গ্রামের বাংলাদেশের ফেনী জেলায় ।

২৭ অক্টোবর, শুক্রবার বাদ আসর জানাজা শেষে কোম্পানীগঞ্জ, নোয়াখালীতে মরহুমার দাফন সম্পন্ন হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে