Home কমিউনিটি ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের নতুন কমিটি নির্বাচিত

ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের নতুন কমিটি নির্বাচিত

333
0

ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের নতুন কমিটি (২০২৩-২০২৫) ঘোষণা করা হয়েছে । নতুন কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. আব্দুল হাই মুর্শেদ, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে হারুন রশিদ খান, জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম হীরা ও ট্রোজারার পুনঃনির্বাচিত হয়েছেন সৈয়দ তুহেল আহমদ । গত ২ অক্টোবর সোমবার নব-নির্বাচিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে মারিয়াম সেন্টারের সেমিনার হলে ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের বিদায়ী চেয়ারম্যান আইয়ুব খানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সাধারণ সভায় চেয়ারম্যানের স্বাগত বক্তব্যের পর জেনারেল সেক্রেটারির রিপোর্ট পেশ করেন ড. আব্দুল হাই মুর্শেদ এবং আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন ট্রেজারার সৈয়দ তুহেল আহমদ । এরপর সাধারণ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।
 
সাধারণ সভা শেষে নির্বাহী কমিটির ১০ জন ট্রাস্টি নির্বাচিত করার লক্ষ্যে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয় । উপস্থিত সদস্যদের সরাসরি ভোটে ১০ ট্রাস্টি নির্বাচিত হোন । নির্বাচন পরিচালনা করেন এনএইচএস এর কনসালটেন্ট ফিজিশিয়ান ড. মোহাম্মদ এলমিন । তাঁকে সহযোগিতা করেন ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের লীড স্টাফ আসাদ জামান এবং মারিয়াম সেন্টারের প্রধান সুফিয়া আলম।
নির্বাচিত ১০ ট্রাস্টি হলেন সর্বজনাব ড. আব্দুল হাই মুর্শেদ, ড. আব্দুল্লাহ ফলিক, হারুন রশিদ খান, হাসান কাওসার আহমদ, ড. মাহেরা রুবি, মোহাম্মদ আব্দুল মালিক, রাহেলা চৌধুরী, সালমা সিদ্দিকা, সিরাজুল ইসলাম হীরা ও সৈয়দ তুহেল আহমদ।
এই ১০ সদস্যের ট্রাস্টি বোর্ড গত ২ অক্টোবর অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারি ও ট্রোজারার নির্বাচিত করেন।
নবনির্বাচিত চেয়ারম্যানের প্রতিক্রিয়া :
নবনির্বাচিত চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ এক প্রতিক্রিয়ায় বলেন, ট্রাস্ট্রি বোর্ডের সম্মানিত সদস্যগণ যে আস্থা ও ভরসা রেখে আমাকে মসজিদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমি যেন তা ধরে রাখতে পারি । আমি মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য চাই, তিনি যেন আমাকে দায়িত্ব পালনে সচেষ্ট রাখেন । ইউরোপের অন্যতম বৃহত্তর এই মসজিদ পরিচালনায় যে যোগ্যতার প্রয়োজন তা আমার নেই। তবে একজন একনিষ্ঠ খাদিম হিসেবে আমার সবধরনের মেধা ও যোগ্যতা দিয়ে এই মসজিদের জন্য কাজ করে যাবো ।

পড়ুনঃ  সলিডারিটি উইথ ফিলিস্তিন ইফতার মাহফিলে মনির হুসাইনমানবতার বিরুদ্ধে অপরাধীরা রেহাই পাবে না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here