লন্ডনঃ লন্ডনভিত্তিক চ্যারিটি সংস্থা হিউম্যান কেয়ার ইনিশিয়েটিভের মাঠকর্মী ও নির্বাহীদের নিয়ে এক কর্মশালা লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয় ৩ ডিসেম্বর। সংস্থার চেয়ারম্যান এ ডি এম ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক চ্যারিটি কনসাল্টেন্ট  এবং এডিনবরাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ তুহিনুল ইসলাম খলিল। বক্তব্য রাখেন  ডঃ ফয়সাল তারিক।

ডঃ খলিল বলেন, যুক্তরাজ্যে দুই লাখেরও বেশী চ্যারিটি সংস্থা রয়েছে। যেকোন সংস্থার সফলতার জন্য প্রয়োজন নিবেদিত প্রাণ কর্মী বাহিনী। প্রচলিত ধারণা রয়েছে কাজ করার জন্য প্রচুর ফান্ড দরকার কিন্তু অনেক কাজ আছে যা ফান্ড ছাড়াই করা যায়। তিনি বলেন, যে কোন সংস্থার সাফল্যের জন্য দরকার একটি সঠিক লক্ষ্য ঠিক করা। সাংগাঠনিক মূল্যবোধ, সঠিক কর্মসূচী  প্রণয়ন এবং তা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা করা হলেই কেবল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যাবে।

ডঃ খলিল আরো বলেন, ব্র্যান্ডিং এর দরকার আছে। আর ব্রান্ডিং করা যাবে নিজেদের কর্মসূচি, প্রজেক্ট এবং যেসব কাজ করা হয়েছে তা সুন্দরভাবে ওয়েবসাইটে তুলে ধরার মাধ্যমে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে