Home কমিউনিটি জাকজমক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রীধরা ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক...

জাকজমক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রীধরা ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

257
0

অত্যন্ত জাকজমক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান।
রবিবার ( ২১ জানুয়ারি) লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে অনুস্টিত হয়। ট্রাস্টের সভাপতি রেডব্রিজ বারার কাউন্সিলর কবির মাহমুদের সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক আমিনুর রহমান সেলিম ও সদস্য নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত করেন ইকবাল হোসেন শিবলি।সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন- ট্রাস্টের সভাপতি কবির মাহমুদ। তিনি গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও আর্থ সামাজিক কার্যক্রমে সাহায্য ও সহযোগিতার জন্য গ্রামবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং ট্রাস্টের চলমান কার্যক্রম সম্পর্কে সবাইকে অবগত করেন। তিনি বলেন, শ্রীধরা ওয়েল ফেয়ার ট্রাস্ট গত এক বছরে প্রায় ১৮ লাখ টাকার উপরে ফান্ডরাইজিং করে গ্রামের উন্নয়ন করার চেষ্টা করেছে।
ট্রাস্টের কোষাধ্যক্ষ আবদুল জলিল ট্রাস্টের আয়-ব্যয়ের হিসাবের বিবরণ তুলে ধরেন।
অনুষ্ঠানে গ্রাজুয়েশন , এ লেভেল ও জিসিএসই’র ১৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা,ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে ট্রাস্টের ট্রাস্টি রেহানা রহমান (ওবিই) কে সংবর্ধনা প্রদান করা হয়। রেহানা রহমান শিক্ষকতা ও কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় সম্প্রতি ব্রিটেনের রাজা কিং চার্লসের জন্মদিন উপলক্ষে ব্রিটেনের সর্বোচ্চ সম্মাননা পদবী ওবিই খেতাব লাভ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল শফিক, বদরুল আলম, রফিক উদ্দিন, শাহেদ আহমেদ , আব্দুল আহাদ, আব্দুল বাতিন।

সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ছাবিয়া খাতুন ও শাফিয়াত মাহমুদ ।
বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন রেডব্রিজ বারার মেয়র কাউন্সিলর জোৎস্না ইসলাম , টাওয়ার হ্যামলেট বারার স্পিকার জাহেদ চৌধুরী, মানবাধিকার সংগঠক ও জেসি ডাব্লুআইয়ের সাবেক প্রধান নির্বাহী হাবিব রহমান, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কাউন্সিলর কবির হোসেন,কাউন্সিলর শাফি আহমেদ , কাউন্সিলর কামরুল হোসেন মুন্না, কাউন্সিলর আব্দুল মালেক।

দুপুরের মধ্যাহ্ন ভোজ ও রাফেল ড্রয়ের মাধ্যমে অনুস্টানটি সম্পন্ন হয়।

পড়ুনঃ  প্রবাসীদের কোনো অধিকার বিনষ্ট হতে দেব না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here