বাড়ি সিলেট হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদরাসার পুরস্কার বিতরণ

হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদরাসার পুরস্কার বিতরণ

59
0

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জস্থ জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় জামেয়া প্রাঙ্গনে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান আকর্ষণ সাউথ সুরমা সোসাইটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ও প্রধান অতিথি জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসার প্রধান উপদেষ্টা, সমাজ সেবক, সাংবাদিক-কলামিস্ট, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
মিরাবাজার জামেয়ার সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও হেতিমগঞ্জ আইডিয়াল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জামীর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আনোয়ার হোসেন আনা, শামছুল ইসলাম আনা, আব্দুল মালিক মেম্বার-সহ জামেয়ার সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানের পূর্বে জামেয়ার পরিচালনা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সকলের সর্বসম্মতি ক্রমে হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসা ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল-কে নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে