বাড়ি কমিউনিটি ৩১ মার্চ মে-ফেয়ার ভ্যানুতে ‘রমজান এবং ঈদ মেলা’ ২০২৪

৩১ মার্চ মে-ফেয়ার ভ্যানুতে ‘রমজান এবং ঈদ মেলা’ ২০২৪

58
0

আয়োজক প্রতিষ্ঠান ‘নেক মার্ট লিমিটেড’ মেলার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে গত ১ মার্চ শুক্রবার দুপুরে লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মেলার আয়োজক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্যারিস্টার নিশাত খুশবু। এসময় উপস্থিত ছিলেন নেক মার্ট লিমিটেডের পরিচালক মোঃ মাসুদ চৌধুরী, ব্যবসায়ী চপল দাস ও তানজিয়া তাহসিন।

লিখিত বক্তব্যে মেলা আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে গিয়ে ব্যারিস্টার নিশাত খুশবু বলেন, মেলায় প্রবেশে কোনো ফি পরিশোধ করতে হবেনা । আর ইফতারের জন্য ফ্রি কুপন সংগ্রহ করতে হবে ইফতার সরবরাহ করবেন “মেজবানী”। দিনব্যাপি উৎসবমূখর পরিবেশে চলবে ঈদের কেনাকাটা। মেলায় থাকবে শাড়ি, সেলোয়ার কামিজ, গয়না, হার্বাল প্রডাক্ট, ইসলামিক পোশাক, সুগন্ধী, খাবার, মেহেদীসহ বিভিন্ন রকমের আয়োজন । যেকোনো ব্যবসায়ি স্টল বরাদ্দ নিতে পারবেন । মেলার ভ্যানুর আশেপাশে পর্যাপ্ত ফ্রি পার্কিং ব্যবস্থা রয়েছে । যাতায়াতে পাবলিক ট্রান্সপোর্টেরও রয়েছে সুন্দর ব্যবস্থা।

মেলায় পুরুষ এবং নারীদের জন্য নামাজ এবং বিশ্রামের ব্যবস্থা থাকবে । সাথে থাকবে ছোট্ট শিশুদের নাশিদ এবং কুরআন তেলায়াত, বাউন্সি ক্যাসল। আমরা একটি ম্যাগাজিন প্রকাশেরও উদ্যোগ গ্রহণ করেছি। এই ম্যাগাজিনের জন্য যে কেউ লেখা জমা দিতে পারবে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের পরিচিতিও তুলে ধরতে পারবে। ম্যাগাজিনটি আমাদের ওয়েবসাইটেও ফিচার করা হবে।

আশা করছি আমাদের এবারের মেলাতেও অংশগ্রহনকারী সকল বিক্রেতা, নারী উদ্যোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠান উপকৃত হবেন, অনলাইনে গড়ে ওঠা ব্যবসাগুলো ক্রেতাদের কাছে একটি মজবুত আস্থার স্থান গড়ে নিবে এবং মেলায় আগত দর্শনার্থীরাও পরিবার পরিজন নিয়ে ঈদের আগাম উৎসবে মেতে উঠবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে