বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী ,সাধারন সম্পাদক খান জামাল নুরুল ইসলাম ও ট্রেজারার আফসার উদ্দিন সংগঠণের পক্ষে বাংলা মিডিয়ায় প্রদত্ত এক বিবৃতিতে বিশিষ্ট ঐতিহ্য সচেতন লেখক ,শর্ট ফিল্ম ও চলচ্চিত্র নির্মাতা জি এম ফুরুখের বেদনাদায়ক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করেছেন ।
বিবৃতিতে সংগঠণের নেতৃবৃন্দ ,এ সড়ক সন্ত্রাস ও হত্যার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।নেতৃবৃন্দ আরো বলেন -জিএম ফুরুখ ছিলেন সিলেটের কৃতি সন্তান একজন সমাজ চিন্তক ও প্রতিবাদী কন্ঠ।সমাজের সকল বৈষম্য ও সমস্যাকে তিনি ফিল্মের মাধ্যমে তুলে ধরতেন ।সিলেটের ইতিহাস ,ঐতিহ্য ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতাদের জীবন আলেখ্য নিয়ে অন লাইন টিভিতে অনেক অনুষ্ঠান করেছেন ।জি এম ফুরুখের মৃত্যুতে বিলেতে বাঙালী কমিউনিটির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
– সংবাদ পরিবেশক
খান জামাল নুরুল ইসলাম
সাধারন সম্পাদক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে