বাড়ি সিলেট গোলাপগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন এলিম চৌধুরী

গোলাপগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন এলিম চৌধুরী

57
0

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন এর হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ’র পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন গোলাপগজ্ঞ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। রবিবার (৩১ মার্চ’২৪) তারাবির নামাজের পর সংঘের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এলাকার ১৩০টি পরিবারের হাতে তিনি এসব অর্থ তুলে দেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস। অন্যান্য মাসের তুলনায় এ মাসের গুরুত্ব অনেক। এ মাসের প্রতিটি এবাদতের ফজিলতকে কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং, সিয়াম সাধনার পাশাপাশি আমাদের বেশি বেশি দান খয়রাত করতে হবে।
সমাজের অসহায়-দুস্থদের সাহায্যে এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যাকাতের টাকা এভাবে জনপ্রতি বন্টন করার পাশাপাশি পুরো টাকা যেকোনো একজন অসহায়কে দান করুন। এতে ওই লোকটির কিছুটা হলেও উপকার হবে। একটা কিচ্ছু করতে পারে। ফলে অন্যের কাছে হাত পাতা থেকে বিরত থাকবে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে উদ্দেশ্য করে এলিম চৌধুরী বলেন, ‘আমি সবসময়ই আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। কতটা থাকতে পেরেছি সেটি আপনারাই ভালো জানেন। আপনাদের প্রতি আন্তরিকতায় আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আপনারাও যে আমাকে অন্তর থেকে ভালোবাসেন সেটি বলার অপেক্ষা রাখে না। এই অল্প দিনের সফল প্রচেষ্টায় উপজেলাবাসীর হৃদয়ে জায়গা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক পাওয়া। আগামী নির্বাচনে আমি আপনাদের ন্যায় বিচার প্রত্যাশী। আশাকরি আপনারা আমাকে নিরাশ করবেন না।
হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি শাকের ইসলামের সভাপতিত্বে ও সংঘের সাবেক সভাপতি, হিলালপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ সুলেমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামরান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিলালপুর জামে মসজিদের মোতায়াল্লী রিয়াজ উদ্দিন, হিলালপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আতাউর রহমান, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা মইনুল ইসলাম দুলাল, স্টারলাইট একাডেমির শিক্ষক মামুন রশিদ রাজু প্রমুখ।
এসময় গ্রামের মুরব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রবীন মুরব্বি আম্বিয়া মিয়া, কুনু মিয়া, আখলাছ মিয়া, মাতাব উদ্দিন, গিয়াস উদ্দিন, আহাদ মিয়া, খসরু মিয়া, উনু মিয়া, নুরুল হক, আব্দুল খালিক, আনা মিয়া, আব্দুর রব, তজন মিয়া।
সংগঠনের নেতৃবেৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সহ সভাপতি জিহান আহমদ, সিনিয়র সদস্য সাকির হুসাইন, সংঘের কার্যকর কমিটির সকল সদস্য ও গ্রামের যুব সমাজবৃন্দ। 
বিজ্ঞপ্তি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে