Site icon ইউরোবাংলা

অলংকারীতে সলিম উল্লাহ ও নজিব উল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অর্থ বিতরণ

এলাকার আর্ত সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশ্বনাথ উপজেলার অলংকারীর কৃতিসন্তান যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট মোঃ রশীদ আলী, আব্দুল আহাদ নানু, আশিক মিয়া, নাজমুল ইসলাম, হেলাল মিয়া, বেলাল মিয়া, জাহাঙ্গীর আহাদ লিটন, আলমগির হোসেন, আকতার মিয়া, একলাল মিয়া সোহাগ, মইনুল ইসলাম, সোহেল মিয়া, লিমন আহমদ, ফয়জুল ইসলাম ও নিকটাত্মীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সলিম উল্লাহ ও নজিব উল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট।
৮ এপ্রিল সোমবার ট্রাষ্টের ট্রাস্টি আব্দুল আহাদ নানুর সভাপতিত্বে বিশ্বনাথের অলংকারী হাজী বাবরু মিয়া শপিং সিটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো: শামছুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাষ্টের বাংলাদেশের সমন্বয়ক ব্যবসায়ী ও সমাজসেবী হাজী মোহাম্মদ আলী সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব, ট্রাষ্টি মোঃ আকতার মিয়া রাজু।
এ.কে.এম তুহেমের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অলংকারী জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ সাজিবুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাকির হোসেন ইমন, খলিলুর রহমান।
দোয়া পরিচালনা করেন অলংকারী জামে মসজিদের ইমাম মোঃ সাইফুল ইসলাম।
বক্তারা এলাকার উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, আমাদের স্বজনরা প্রবাসের যান্ত্রিক জীবনের ফাঁকেও নিজ মাতৃভুমির জন্য ভাবেন। এলাকাবাসীর সুখে দুঃখে পাশে দাড়ান। এলাকার উন্নয়নে সব সময় সহযোগিতার হাত বাড়ান।
পরে এলাকার প্রায় একশত পরিবারের মধ্যে এক হাজার দুইশত টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়।

Exit mobile version